আজ রাতে হংকং চায়নার মুখোমুখি বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪:২৪, ৯ অক্টোবর ২০২৫
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকার লড়াইয়ে আজ রাতে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। প্রতিপক্ষ তুলনামূলক শক্তিশালী হংকং চায়না। ফিফা র্যাংকিংয়ে হংকং ১৪৬ নম্বরে, আর বাংলাদেশ ১৮৪ নম্বরে অবস্থান করছে। তাই এই ম্যাচ লাল-সবুজদের জন্য এক কঠিন পরীক্ষাই বলা চলে।
ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার রাত ৮টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
বাংলাদেশের এটি ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে একই ভেন্যুতে সিঙ্গাপুরের বিপক্ষে ২–১ গোলে হেরে শুরু করেছিল হামজা–শামিতরা। তাই আজ জয় ছাড়া বিকল্প নেই। কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া ম্যাচটিকে বর্ণনা করেছেন “ডু অর ডাই”, অর্থাৎ বাঁচা-মরার লড়াই হিসেবে।
দলটিতে রয়েছে ছয়জন প্রবাসী খেলোয়াড়—হামজা চৌধুরী (ইংল্যান্ড), জামাল ভূঁইয়া (ডেনমার্ক), শামিত সোম (কানাডা), ফাহমিদুল ইসলাম (ইতালি), তারিক কাজী (ফিনল্যান্ড) ও জায়ান আহমেদ (যুক্তরাষ্ট্র)। কানাডা থেকে এসে গতকালই প্রথম অনুশীলনে যোগ দেন শামিত সোম, আর নবাগত জায়ান আহমেদের আজ অভিষেকের সম্ভাবনাও রয়েছে।
তবে ইনজুরি সমস্যা চিন্তার কারণ। চোটের কারণে ইতিমধ্যেই ছিটকে গেছেন ফরোয়ার্ড সুমন রেজা ও মোহাম্মদ ইব্রাহিম। অধিনায়ক তপু বর্মনও পুরোপুরি ফিট নন। হালকা ইনজুরিতে আছেন মোহাম্মদ আল আমিনও, ফলে প্রথম একাদশে কিছু পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।
অন্যদিকে, হংকং চায়না দলে আছেন অন্তত পাঁচজন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত খেলোয়াড়। তাদের মধ্যে আলোচনায় আছেন ফরোয়ার্ড এভেরতন কামারগো, যিনি ১৯ ম্যাচে ১০ গোল করে দুর্দান্ত ফর্মে আছেন। অভিজ্ঞ লেফটব্যাক ফার্নান্দো অগুস্তোও (ব্রাজিল) বাংলাদেশের ডিফেন্সের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারেন।
দুই দলের জন্যই এটি বাছাইপর্বের তৃতীয় ম্যাচ। এক ড্র ও এক হারে এখন পর্যন্ত জয়হীন বাংলাদেশ পয়েন্ট তালিকায় পিছিয়ে আছে। বিপরীতে হংকং এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে এগিয়ে আছে। আজ জয় পেলে তারা এশিয়ান কাপে ওঠার দৌড়ে সুবিধাজনক অবস্থানে যাবে। আর বাংলাদেশ হারলে কার্যত বিদায় নিশ্চিত হবে।
সব নজর এখন বঙ্গবন্ধু স্টেডিয়ামের দিকে—হামজা-জামালরা কি ঘরের মাঠে জয়ের হাসি উপহার দিতে পারবেন, নাকি এখানেই থেমে যাবে লাল-সবুজের এশিয়ান কাপ স্বপ্ন?
