রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

গৌতম গম্ভীরের বাড়িতে টিম ইন্ডিয়ার ‘ওপেন-এয়ার’ ডিনার 

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০:০৪, ৭ অক্টোবর ২০২৫

গৌতম গম্ভীরের বাড়িতে টিম ইন্ডিয়ার ‘ওপেন-এয়ার’ ডিনার 

ফাইল ছবি

দ্বিতীয় টেস্ট শুরুর আগে টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের জন্য বিশেষ আয়োজন রেখেছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। সূত্রের খবর, বুধবার নিজের দিল্লির বাসভবনে দলের সব খেলোয়াড়কে রাতের খাবারে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। গম্ভীর চেয়েছিলেন, ডিনারটি হবে ‘ওপেন-এয়ার’ অর্থাৎ বাড়ির বাগানেই খোলা আকাশের নিচে— কিন্তু রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা দেখা দেওয়ায় এখন তা বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত–ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। এর আগে দলের ভেতর বন্ধুত্বপূর্ণ আবহ বাড়াতে গম্ভীরের এই ডিনার পরিকল্পনা ছিল বলে জানা গেছে।

প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয়
দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারত বর্তমানে ১–০ তে এগিয়ে আছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম টেস্টে তারা ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪০ রানে হারিয়েছে। সেই ম্যাচে সর্বোচ্চ নজর কেড়েছেন রবীন্দ্র জাডেজা, যিনি ব্যাট হাতে অপরাজিত ১০৪ রানের পাশাপাশি নিয়েছিলেন চারটি উইকেট— ফলে ম্যাচসেরার পুরস্কারও পান তিনি।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে মাত্র ১৬২ রানে অলআউট হয়। ভারতের পক্ষে মোহাম্মদ সিরাজ (৪/৪০), জসপ্রিত বুমরাহ (৩/৪২) ও কুলদীপ যাদব (২/২৫) দারুণ বোলিং করেন। এরপর ভারতীয় ব্যাটাররা বিপুল লিড তোলে — কেএল রাহুল (১০০), ধ্রুব জুরেল (১২৫) এবং জাডেজা (১০৪)*–এর সেঞ্চুরিতে ৪৪৮/৫ রান তুলে ইনিংস ঘোষণা করে।

দ্বিতীয় ইনিংসেও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের প্রতিরোধ ছিল না। তারা ১৪৬ রানে গুটিয়ে যায়। জাডেজা আবারও চারটি উইকেট নিয়ে প্রভাব বিস্তার করেন।

আবহাওয়ার দিকেই এখন নজর
বুধবার দিল্লিতে বৃষ্টির সম্ভাবনা থাকায় গৌতম গম্ভীরের পরিকল্পিত ‘ওপেন-এয়ার’ ডিনারটি বাতিল হয়ে যেতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে। যদি আকাশ পরিষ্কার থাকে, তবে ডিনার হবে গম্ভীরের বাগানেই— কিন্তু বৃষ্টি শুরু হলে তা ঘরের ভেতরে সরিয়ে নেওয়া বা সম্পূর্ণ বাতিল করা হতে পারে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের অবস্থান
দুইবারের আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালিস্ট ভারত বর্তমানে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। তাদের রেকর্ড— তিন জয়, এক ড্র, দুই হার।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন সেই খাদিজা
পঞ্চগড়-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন সারজিস আলম
শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেডে আহত সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যু
বাহরাইনে জাতিসংঘ সমন্বয়কের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ছয় জেলায় নতুন এসপি
শাহজালাল বিমানবন্দরে পুশকার্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত এয়ার ইন্ডিয়ার প্লেন
হাসিনার রায়ের দিন ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি
প্রাথমিকভাবে আনুমানিক ৮০০ সেনা যাবে কাতার
ককটেল নিক্ষেপ–আগুন দিলে গুলির নির্দেশ: ডিএমপি কমিশনার
সংসদে ৩৩ শতাংশ নারী আসন ও সরাসরি নির্বাচনের দাবি নারীপক্ষের
ভুয়া ভিডিও নিয়ে জরুরি সতর্কবার্তা দিল অর্থ মন্ত্রণালয়
বালুময় মরুর বুকে সৌদি ফ্যাশনের নবজাগরণ
পার্বতীপুরে ফের সরকারি আশ্রয়ন প্রকল্পে ১০ ঘরে অগ্নিকান্ড
ভিসা বিষয়ে ব্রিটিশ হাইক‌মিশনের জরুরি সতর্কবার্তা
খুলনা-৬ আসনে ‘বেহেশতের টিকিট’ বিতর্কে উত্তপ্ত নির্বাচনী মাঠ
বেক্সিমকো টেক্সটাইল খুলছে, রিভাইভালের লিজে কাজে ফিরবেন ২৫ হাজার শ্রমিক
জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা জামায়াতসহ ৮ দলের
বাংলাদেশে উৎপাদন শুরু করতে যাচ্ছে এআই প্রযুক্তি ব্র্যান্ড অনার
বিচারকদের নিরাপত্তা বাড়াতে হাইকোর্টে রিট