রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

গৌতম গম্ভীরের বাড়িতে টিম ইন্ডিয়ার ‘ওপেন-এয়ার’ ডিনার 

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০:০৪, ৭ অক্টোবর ২০২৫

গৌতম গম্ভীরের বাড়িতে টিম ইন্ডিয়ার ‘ওপেন-এয়ার’ ডিনার 

ফাইল ছবি

দ্বিতীয় টেস্ট শুরুর আগে টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের জন্য বিশেষ আয়োজন রেখেছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। সূত্রের খবর, বুধবার নিজের দিল্লির বাসভবনে দলের সব খেলোয়াড়কে রাতের খাবারে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। গম্ভীর চেয়েছিলেন, ডিনারটি হবে ‘ওপেন-এয়ার’ অর্থাৎ বাড়ির বাগানেই খোলা আকাশের নিচে— কিন্তু রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা দেখা দেওয়ায় এখন তা বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত–ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। এর আগে দলের ভেতর বন্ধুত্বপূর্ণ আবহ বাড়াতে গম্ভীরের এই ডিনার পরিকল্পনা ছিল বলে জানা গেছে।

প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয়
দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারত বর্তমানে ১–০ তে এগিয়ে আছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম টেস্টে তারা ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪০ রানে হারিয়েছে। সেই ম্যাচে সর্বোচ্চ নজর কেড়েছেন রবীন্দ্র জাডেজা, যিনি ব্যাট হাতে অপরাজিত ১০৪ রানের পাশাপাশি নিয়েছিলেন চারটি উইকেট— ফলে ম্যাচসেরার পুরস্কারও পান তিনি।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে মাত্র ১৬২ রানে অলআউট হয়। ভারতের পক্ষে মোহাম্মদ সিরাজ (৪/৪০), জসপ্রিত বুমরাহ (৩/৪২) ও কুলদীপ যাদব (২/২৫) দারুণ বোলিং করেন। এরপর ভারতীয় ব্যাটাররা বিপুল লিড তোলে — কেএল রাহুল (১০০), ধ্রুব জুরেল (১২৫) এবং জাডেজা (১০৪)*–এর সেঞ্চুরিতে ৪৪৮/৫ রান তুলে ইনিংস ঘোষণা করে।

দ্বিতীয় ইনিংসেও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের প্রতিরোধ ছিল না। তারা ১৪৬ রানে গুটিয়ে যায়। জাডেজা আবারও চারটি উইকেট নিয়ে প্রভাব বিস্তার করেন।

আবহাওয়ার দিকেই এখন নজর
বুধবার দিল্লিতে বৃষ্টির সম্ভাবনা থাকায় গৌতম গম্ভীরের পরিকল্পিত ‘ওপেন-এয়ার’ ডিনারটি বাতিল হয়ে যেতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে। যদি আকাশ পরিষ্কার থাকে, তবে ডিনার হবে গম্ভীরের বাগানেই— কিন্তু বৃষ্টি শুরু হলে তা ঘরের ভেতরে সরিয়ে নেওয়া বা সম্পূর্ণ বাতিল করা হতে পারে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের অবস্থান
দুইবারের আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালিস্ট ভারত বর্তমানে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। তাদের রেকর্ড— তিন জয়, এক ড্র, দুই হার।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

আজ নোয়াখালী মুক্ত দিবস
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ
‘মিনেসোটা প্রোটোকল’ মেনে শুরু জুলাই শহীদদের শনাক্তকরণ
বইয়ের জ্ঞান খেলাপিদের কাছে হার মানল: উপদেষ্টা ওয়াহিদউদ্দিন
এভারকেয়ারে জোবাইদা, চলছে মেডিকেল বোর্ডের সভা
স্কুলিং মডেল বাতিলের দাবিতে শাহবাগ অবরোধ শিক্ষার্থীদের
বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার