গাজার বিধ্বস্ত মসজিদে জুমার নামাজ
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ২০:২৪, ৬ ডিসেম্বর ২০২৫
গাজার বিধ্বস্ত মসজিদে জুমার নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি: দ্য গাজা
গাজা সিটির পূর্বাঞ্চল আল-জাইতুন এলাকার ধ্বংসস্তূপে পরিণত সালাহ আল-দ্বীন মসজিদে গতকাল শুক্রবার জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল জুমার পর ‘দ্য গাজা’ নামক এক ফেসবুক পেজে নামাজের বেশকিছু ছবি শেয়ার করা হয়। সেখানে দেখা যায়, ভাঙা দেয়াল, ভাঙা ছাদ, চারদিকে ধুলাবালুর স্তর, তবু নামাজে অংশ নেওয়া মানুষের মুখে ছিল গভীর আস্থার ছাপ। এমন দৃশ্য সেখানে স্বাভাবিক জীবনের প্রতি মানুষের অনড় প্রত্যয়ের ইঙ্গিত দেয়।
গতকাল জুমার নামাজে অংশ নেন আশপাশের অনেক বাসিন্দা। কেউ মসজিদের ভেঙে যাওয়া অংশে দাঁড়িয়ে, আবার কেউ উন্মুক্ত আকাশের নিচে নামাজ আদায় করেন।
স্থানীয়রা জানান, গাজার বেশিরভাগ মসজিদই বোমা হামলায় ক্ষতিগ্রস্ত। ফলে জুমার নামাজের জন্য কোনো অক্ষত স্থাপনা নেই।
জুমার নামাজ শেষে ইমাম গাজায় নিহতদের জন্য দোয়া করেন। তিনি বলেন, মানুষ যত কষ্টেই থাকুক, আল্লাহর প্রতি আস্থা ও ঈমানই তাদের সবচেয়ে বড় শক্তি। উপস্থিত মুসল্লিরাও যুদ্ধের দ্রুত অবসান এবং নিরাপত্তা ফিরে পাওয়ার প্রার্থনায় শামিল হন।
যুদ্ধবিরতি শুরু হওয়ার পর বিধ্বস্ত মসজিদগুলোতেই জুমার নামাজ আদায় করা হচ্ছে। সম্প্রতি গাজার এক বাসিন্দা আল-জাজিরাকে বলেন, দখলদার ইসরায়েলিরা আমাদের মসজিদগুলো ভেঙ্গে ফেলেছে, কিন্তু আমাদের ঈমান ভাঙতে পারেনি।
