রোগী দেখতে গেলে যে সওয়াব পাওয়া যায়
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ০০:১৪, ৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০০:১৭, ৬ ডিসেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
মানুষের জীবনে সুস্থতা যত বড় নিয়ামত, অসুস্থতা তত কঠিন পরীক্ষার নাম। এ সময় অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, খোঁজখবর নেওয়া ও সান্ত্বনা দেওয়া ইসলামে এক মহৎ ইবাদত হিসেবে গণ্য। রোগীর কষ্ট লাঘব করতে না পারলেও তার কাছে গিয়ে সান্ত্বনার কথা বললে হৃদয়ে আশার আলো জ্বলে উঠে। আর এই সামান্য পদক্ষেপের বিনিময়ে আল্লাহ যে বিরাট সওয়াব দান করেন, তা হাদিসের বর্ণনায় উঠে এসেছে।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি কোনো রোগীকে দেখতে যায়, আকাশ থেকে একজন আহ্বানকারী তাকে লক্ষ করে বলেন, তুমি উত্তম কাজ করছ, কল্যাণময় হোক তোমার এই পথ চলা, তুমি জান্নাতে নিজ আবাস তৈরি করে নিলে।’ (ইবনে মাজাহ)
রাসুলুল্লাহ (সা.) আরও বলেন, ‘কোনো মুসলিম ব্যক্তি তার অসুস্থ মুসলিম ভাইকে দেখতে গেলে সে (যতক্ষণ তার কাছে অবস্থান করে ততক্ষণ) যেন জান্নাতের ফল আহরণ করতে থাকে।’ (তিরমিজি)
আলী (রা.) বলেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, কোনো মুসলমান অপর (অসুস্থ) মুসলমানকে সকালে দেখতে গেলে ৭০ হাজার ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। যদি সে সন্ধ্যাবেলা তাকে দেখতে যায়, তাহলে ৭০ হাজার ফেরেশতা ভোর পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে এবং জান্নাতে তার জন্য একটি ফলের বাগান তৈরি করা হয়।’ (তিরমিজি)
