রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

জান্নাতিরা জাহান্নামিদের যা জিজ্ঞেস করবে

মাইসারা জান্নাত

প্রকাশ: ১১:১৫, ৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:১৬, ৫ ডিসেম্বর ২০২৫

জান্নাতিরা জাহান্নামিদের যা জিজ্ঞেস করবে

ছবি: সংগৃহীত

জান্নাত ও জাহান্নাম হলো পরকালীন চিরস্থায়ী ঠিকানা। এই দুই ঠিকানার মধ্যে পার্থক্য কেবল আমলের। মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য জান্নাতকে প্রস্তুত রেখেছেন, যেখানে থাকবে অফুরন্ত শান্তি ও নেয়ামত। অন্যদিকে, যারা আল্লাহর আদেশ অমান্য করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি ও যন্ত্রণার স্থান জাহান্নাম। সেদিন যখন জান্নাতিরা জান্নাতে নিজেদের আসন গ্রহণ করবে, তখন তারা জাহান্নামিদের অবস্থা দেখে কিছু প্রশ্ন করবে।

সেই প্রশ্ন ও তার জবাবেই লুকিয়ে আছে মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক শিক্ষা, যা আমাদের সামাজিক দায়িত্ব ও মানবিকতার কথা মনে করিয়ে দেয়। মানুষের প্রতি সহমর্মী না হওয়া এবং মৌলিক ইবাদতে উদাসীনতার কী ভয়াবহ পরিণতি হতে পারে, তা পবিত্র কোরআনের এই আয়াতগুলোতে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

মহান আল্লাহ বলেন, ‘তারা (সৎকর্মশীলরা) থাকবে জান্নাতে, তারা জিজ্ঞেস করবে জাহান্নামিদের, কোন জিনিস তোমাদের জাহান্নামে নিয়ে এসেছে? তারা (জাহান্নামিরা) বলবে, আমরা নামাজি ছিলাম না এবং আমরা মিসকিনদের খাবার দিতাম না।’ (সুরা মুদ্দাসসির, আয়াত ৪০-৪৪)

এটা থেকে জানা যায়, সামর্থ্য থাকা সত্বেও কোনো অভাবী মানুষকে খাবার না দেয়া বা সাহায্য না করা মানুষের জাহান্নামে যাওয়ার কারণসমূহের মধ্য থেকে অন্যতম একটি কারণ।

পবিত্র কোরআনের এই আয়াতসমূহ আমাদের জন্য একটি কঠিন সতর্কবার্তা নিয়ে এসেছে। জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে জাহান্নামিরা কেবল নামাজ পরিত্যাগ করার কথাই বলেনি, বরং এর পাশাপাশি উল্লেখ করেছে মিসকিন বা অভাবী মানুষকে খাদ্য না দেওয়ার অপরাধকেও।

এর মাধ্যমে মহান আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, ইবাদতের পাশাপাশি মানুষের প্রতি মানুষের দায়িত্ব ও মানবিক কর্তব্য পালন করাও মুমিনের জীবনে কতখানি জরুরি।

সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ তার চারপাশের ক্ষুধার্ত ও দরিদ্র মানুষের প্রতি উদাসীন থাকে এবং তাদের জন্য কোনো উদ্যোগ না নেয়, তবে এই উদাসীনতাই তার জন্য জাহান্নামের পথ প্রশস্ত করতে পারে।

তাই, আল্লাহর ইবাদত এবং সৃষ্টির সেবার মাধ্যমে আমাদের এমন এক ভারসাম্যপূর্ণ জীবনযাপন করতে হবে, যেখানে নামাজ ও জাকাতের মতো মৌলিক ইবাদত যেমন গুরুত্ব পাবে, তেমনি অভাবী মানুষের পাশে দাঁড়ানোর মানবিক দিকটিও সমানভাবে গুরুত্ব পাবে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
আজ নোয়াখালী মুক্ত দিবস
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ
‘মিনেসোটা প্রোটোকল’ মেনে শুরু জুলাই শহীদদের শনাক্তকরণ
বইয়ের জ্ঞান খেলাপিদের কাছে হার মানল: উপদেষ্টা ওয়াহিদউদ্দিন
এভারকেয়ারে জোবাইদা, চলছে মেডিকেল বোর্ডের সভা
স্কুলিং মডেল বাতিলের দাবিতে শাহবাগ অবরোধ শিক্ষার্থীদের
বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
সিএমপির সব থানার ওসি রদবদল