আজ মক্কা মদিনায় জুমা পড়াবেন যারা
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১০:০২, ৫ ডিসেম্বর ২০২৫
শায়খ বন্দর বিন আবদুল আজিজ বালিলাহ এবং শায়খ হুসাইন বিন আবদুল আজিজ আলে শায়খ। ছবি: ইনসাইড দ্য হারামাইন
পবিত্র জুমার দিন মুসলিম উম্মাহর কাছে এক বিশেষ তাৎপর্য বহন করে। এই দিনে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর মিম্বর থেকে আসা আধ্যাত্মিক বার্তা শোনার জন্য বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান অধীর আগ্রহে অপেক্ষা করেন। সম্মানিত খতিবরা তাদের জ্ঞানগর্ভ বক্তব্যে ইসলামের মৌলিক শিক্ষা, নৈতিকতা এবং বর্তমান বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর আলোকপাত করে থাকেন। তাদের প্রতিটি বাক্য মুসলিমদের আধ্যাত্মিক পথ নির্দেশনায় সহায়ক হয় এবং উম্মাহকে সঠিক সংকল্পের পথে চালিত করে।
আজ পবিত্র মসজিদুল হারামে জুমার খুতবা প্রদান ও ইমামতি করবেন সম্মানিত শায়খ বন্দর বিন আবদুল আজিজ বালিলাহ। তিনি মসজিদুল হারামের একজন প্রবীণ ইমাম ও খতিব হিসেবে সুপরিচিত। শায়খ বালিলাহ ইসলামী আইনশাস্ত্র বা আল-ফিকহ বিষয়ে উচ্চতর ডিগ্রিধারী এবং সৌদি আরবের জ্যেষ্ঠ উলামা পরিষদের সদস্য। তার সুললিত কণ্ঠের কুরআন তিলাওয়াত বিশ্বব্যাপী সমাদৃত। মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত হওয়ার পাশাপাশি তিনি তাইফ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন, যা তার পাণ্ডিত্যকে তুলে ধরে।
অন্যদিকে, মদিনার মসজিদে নববীতে জুমার নামাজের ইমামতি ও খুতবা প্রদান করবেন শায়খ ডক্টর হুসাইন বিন আবদুল আজিজ আলে শায়খ। তিনি মসজিদে নববীর একজন প্রভাবশালী ইমাম ও খতিব এবং একই সঙ্গে মদিনার উচ্চ আদালতের বিচারক হিসেবেও কর্মরত আছেন। শায়খ হুসাইন আলে শায়খ ইমাম মুহাম্মদ বিন সউদ ইসলামিক ইউনিভার্সিটি থেকে বিচার বিভাগীয় বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। ধর্মতত্ত্বের পাশাপাশি বিচার বিভাগে তার এই দীর্ঘদিনের অভিজ্ঞতা খুতবায় গভীর জ্ঞান ও প্রাসঙ্গিকতা যোগ করে, যা শ্রোতাদের কাছে অত্যন্ত মূল্যবান।
শায়খ বালিলাহ এবং শায়খ হুসাইন আলে শায়খের মতো বিজ্ঞ আলেমদের মাধ্যমে প্রদত্ত এই শক্তিশালী বার্তা মুসলিম উম্মাহর জন্য শান্তি, সংহতি ও আত্ম-উন্নয়নের পথকে আরও দৃঢ় করে তুলবে। বিশ্বব্যাপী মুসলমানরা এই দুই পবিত্র মসজিদের খুতবার মাধ্যমে নিজেদের আধ্যাত্মিক শেকড়ের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ পাবেন।
