রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

গাজার গ্রেট ওমারি মসজিদ পুনরুদ্ধারে কাজ শুরু

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ২৩:৪১, ৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২৩:৪৭, ৪ ডিসেম্বর ২০২৫

গাজার গ্রেট ওমারি মসজিদ পুনরুদ্ধারে কাজ শুরু

গ্রেট ওমারি মসজিদ। ছবি: বিবিসি

সামরিক আগ্রাসনে গাজার ক্ষতবিক্ষত ভূমিতে এখন পুনরুদ্ধার ও সংস্কার কাজ শুরু করেছেন বাসিন্দারা। গ্রেট ওমারি মসজিদসহ একাধিক ঐদিহাসিক স্থাপনাকে কেন্দ্র করে পুনরুদ্ধারের এই উদ্যোগ এখন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম।

আল-আরাবিয়া ইংলিশের সাম্প্রতিক এক ভিডিও প্রতিবেদনে দেখা যায়, গাজা সিটির প্রাচীনতম এই ধর্মীয় ও স্থাপত্য নিদর্শনটির পুসরুদ্ধারের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

সেই প্রতিবেদনে নিশ্চিত করা হয়, ইসরায়েলের নিরবচ্ছিন্ন সামরিক পদক্ষেপের কারণে ধ্বংস হওয়া মসজিদটির পুনরুদ্ধারে কর্মীরা নিয়োজিত হয়েছেন। এটি কেবল একটি উপাসনালয় নয়, বরং কয়েক শতাব্দীর ফিলিস্তিনি ইতিহাস ও ঐতিহ্যের ধারক।

প্রথম ধাপে কর্মীরা মসজিদের বিশাল ধ্বংসাবশেষ সরানোর কাজে মনোনিবেশ করেছেন। ভিডিও ফুটেজে দেখা যায়, শ্রমিকরা অত্যন্ত সতর্কতার সঙ্গে ধ্বংসস্তূপ থেকে নুড়ি, ভাঙা পাথর ও অন্যান্য উপকরণগুলো আলাদা করে রাখছেন।

ধারণা করা হচ্ছে, মসজিদের আসল স্থাপত্য শৈলী ও উপকরণ যতটা সম্ভব অক্ষুণ্ণ রেখে পুনর্নির্মাণের কৌশল অবলম্বন করা হয়েছে। এই সচেতন উদ্যোগ প্রমাণ করে, তারা পুনরুদ্ধারের কাজে ব্যবহারযোগ্য প্রতিটি ঐতিহাসিক উপাদান সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। হাজার বছরের পুরনো এই স্থাপনার প্রতিটি পাথর যেন ইতিহাসের সাক্ষ্য বহন করে।

গ্রেট ওমারি মসজিদকে গাজার অন্যতম প্রাচীন স্থাপনা হিসেবে বিবেচনা করা হয়। খ্রিস্টপূর্ব সময় থেকে শুরু করে বিভিন্ন যুগে এটি বিভিন্ন রূপে বিদ্যমান ছিল, যা এটিকে বহু সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। তাই মসজিদটির এই পুনরুদ্ধারের প্রচেষ্টা শুধুমাত্র একটি অবকাঠামো পুনর্নির্মাণ নয়, বরং ফিলিস্তিনি জনগণের গভীর সংকল্পের প্রতিচ্ছবি। চরম প্রতিকূলতা ও ধ্বংসের মাঝেও নিজ ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার যে দৃঢ় সংকল্প, এই কাজের মধ্যে দিয়ে তা স্পষ্ট হয়ে ওঠে। 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
আজ নোয়াখালী মুক্ত দিবস
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ
‘মিনেসোটা প্রোটোকল’ মেনে শুরু জুলাই শহীদদের শনাক্তকরণ
বইয়ের জ্ঞান খেলাপিদের কাছে হার মানল: উপদেষ্টা ওয়াহিদউদ্দিন
এভারকেয়ারে জোবাইদা, চলছে মেডিকেল বোর্ডের সভা
স্কুলিং মডেল বাতিলের দাবিতে শাহবাগ অবরোধ শিক্ষার্থীদের
বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
সিএমপির সব থানার ওসি রদবদল