আজ মক্কা-মদিনায় জুমা পড়াবেন যারা
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৩:০২, ২১ নভেম্বর ২০২৫
বাঁ থেকে, শয়েখ ফয়সাল গাজ্জাবি, শায়েখ সালাহ আল-বুদাইর। ছবি: ইনসাইড দ্য হারামাইন
সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমাবার। মুমিন হৃদয়ে এই দিনটি বয়ে আনে অনাবিল প্রশান্তি ও রহমতের বার্তা। বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানদের দৃষ্টি আজকের দিনে নিবদ্ধ থাকে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের দিকে। পবিত্র কাবা শরিফ ও মসজিদে নববীর মিম্বর থেকে ভেসে আসা হেদায়াতের বাণী শোনার অপেক্ষায় থাকেন কোটি কোটি মানুষ। আজ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি মোতাবেক ২১ নভেম্বর ২০২৫, রোজ শুক্রবার। বরকতময় এই দিনে মক্কা ও মদিনায় জুমার নামাজের খুতবা প্রদান ও ইমামতি করবেন দুজন খ্যাতনামা শায়েখ।
পবিত্র নগরী মক্কার মসজিদুল হারামে আজ জুমার নামাজের ইমামতি করবেন শাইখ ড. ফয়সাল গাজ্জাবি। মসজিদুল হারামের সম্মানিত এই খতিব তার সুমিষ্ট কণ্ঠস্বর ও ধীরস্থির তেলাওয়াতের জন্য মুসল্লিদের কাছে অত্যন্ত প্রিয়। আজ কাবার চত্বরে লাখো মুসল্লির উদ্দেশে তিনি জুমার খুতবা পেশ করবেন এবং নামাজ পড়াবেন।
অপরদিকে মদিনার মসজিদে নববীতে আজ জুমার নামাজ পড়াবেন শায়েখ সালাহ আল-বুদাইর। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্মৃতিধন্য এই মসজিদে তিনি আজ সমবেত মুসল্লিদের উদ্দেশে দিকনির্দেশনামূলক আলোচনা করবেন। শায়েখ সালাহ আল-বুদাইর তার আবেগময় তেলাওয়াত ও জ্ঞানগর্ভ খুতবার জন্য মুসলিম বিশ্বে সুপরিচিত।
পবিত্র দুই মসজিদ থেকে জুমার খুতবা ও নামাজ সরাসরি সম্প্রচার করা হবে, যা বিশ্বের কোটি কোটি মুসলমান প্রত্যক্ষ করবেন।
