শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

| ১৫ অগ্রাহায়ণ ১৪৩২

ভূমিকম্পের কারণ সম্পর্কে হাদিসে যা বলা হয়েছে

মাইসারা জান্নাত

প্রকাশ: ১১:৩৪, ২১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:০১, ২১ নভেম্বর ২০২৫

ভূমিকম্পের কারণ সম্পর্কে হাদিসে যা বলা হয়েছে

ছবি: সংগৃহীত

ভূমিকম্প এমন এক দুর্যোগ, যা মুহূর্তের মধ্যে সাজানো জনপদকে ধ্বংসস্তূপে পরিণত করে। বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগেও মানুষ এই প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস পাওয়ার প্রযুক্তি আবিষ্কার করতে পারেনি। তবে ইসলামি আকিদা ও বিশ্বাস অনুযায়ী ভূমিকম্প কেবল সাধারণ প্রাকৃতিক কোনো ঘটনা নয়, বরং এটি মহান আল্লাহর পক্ষ থেকে পৃথিবীবাসীর জন্য এক কঠোর সতর্কবার্তা। নবীজি (সা.) ভূমিকম্প হওয়ার কয়েকটি কারণ বর্ণনা করেছেন। কোরআনেও বলা হয়েছে ভূমিকম্প সম্পর্কে। তা উল্লেখ করা হলো। 

ভূমিকম্প সম্পর্কে নবীজি (সা.) বলেছেন, ‘এ উম্মত ভূমিকম্প, বিকৃতি এবং পাথর বর্ষণের মুখোমুখি হবে। একজন সাহাবি জিজ্ঞাসা করলেন, কখন সেটা হবে হে আল্লাহর রাসুল? তিনি বলেন, যখন গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রকাশ ঘটবে এবং মদপানের সয়লাব হবে।’ (তিরমিজি)

নবীজি (সা.) আরো বলেছেন, ‘যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে, কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখলে তা আত্মসাৎ করা হবে, জাকাতকে মনে করা হবে জরিমানা, ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা হবে, পুরুষ তার স্ত্রীর বাধ্যগত হয়ে মায়ের সঙ্গে বিরূপ আচরণ করবে, বন্ধুকে কাছে টেনে নিয়ে বাবাকে দূরে সরিয়ে দেবে, মসজিদে শোরগোল (কথাবার্তা) হবে এবং সবচেয়ে দুর্বল ব্যক্তি সমাজের শাসক হবে। সেই সময় তোমরা অপেক্ষা করো রক্তিম বর্ণের ঝড়ের, ভূকম্পনের, ভূমিধসের, লিঙ্গ পরিবর্তন, পাথর বৃষ্টির এবং সুতো ছেঁড়া (তাসবিহ) দানার ন্যায় একটির পর একটি নিদর্শনের জন্য।’ (তিরমিজি)

অন্যত্র বলা হয়েছে, ভূমিকম্প হচ্ছে কেয়ামতের একটি অন্যতম আলামত। কেয়ামত যতই নিকটবর্তী হবে, ভূমিকম্পের পরিমাণ ততই বাড়তে থাকবে।

ভূমিকম্পের বিভীষিকা সম্পর্কে মহান আল্লাহ বলেছেন, ‘হে মানব জাতি, তোমরা ভয় করো তোমাদের রবকে। নিশ্চয়ই কেয়ামত দিবসের ভূকম্পন হবে মারাত্মক ব্যাপার। যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, স্তন্যপায়ী মা তার দুগ্ধপোষ্য সন্তানের কথা ভুলে যাবে, সব গর্ভবতীর গর্ভপাত হয়ে যাবে। মানুষকে মাতালের মতো দেখাবে, আসলে তারা নেশাগ্রস্ত নয়। বস্তুত আল্লাহর শাস্তি হবে অত্যন্ত ভয়াবহ।’ (সুরা হজ ১-২)

আজকে রাজধানী ঢাকায় ভয়ংকর ভূমিকম্প হয়েছে। ইতিপূর্বে এমন ভয়ংকর পর্যায়ের হয়নি। সব মানুষ রাস্তায় বের হয়ে এসেছে। সবার চোখে মুখে অস্থিরতা। কোরআনের এই বর্ণনা অনুযায়ী, কেয়ামতের সময়ের ভূমিকম্প কতটা ভয়ংকর পর্যায়ের হবে, তা কি আজকের ঘটনা থেকে অনুমান করা যায়?

সুতরাং বর্তমানে যেসব ভূমিকম্প হচ্ছে, তা মহান আল্লাহর পাঠানো সতর্কবার্তার নিদর্শনগুলোর একটি। এগুলো দিয়ে তিনি বান্দাদের সাবধান করেন। মূলত এগুলো মানুষের পাপ ও অপরাধের ফল।

ভূমিকম্প এমনই এক দুর্যোগ, যা নিবারণ, প্রতিকার বা প্রতিরোধ করা বা পূর্বাভাস পাওয়ার মতো কোনো প্রযুক্তি মানুষ এখনো আবিষ্কার করতে পারেনি। সুতরাং ভূমিকম্পের ভয়াবহতা থেকে বাঁচতে আল্লাহর কাছে ক্ষমা ও আশ্রয় প্রার্থনা ছাড়া আর কোনো উপায় নেই।

বান্দার অপরাধ ক্ষমা প্রসঙ্গে মহান আল্লাহ বলেছেন, ‘যে বিপদ-আপদই তোমাদের ওপর আসুক না কেন, তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের কামাই। আর আল্লাহ তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন।’ (সুরা শুরা ৩০)

তাই আসুন, জীবনের যাবতীয় পাপাচার থেকে আমরা মহান আল্লাহর কাছে তওবা ও ক্ষমা প্রার্থনা করি এবং মহান আল্লাহ ও রাসুল (সা.)-এর নির্দেশনা মোতাবেক জীবন পরিচালনা করি।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার অবস্থা বিদেশ নেওয়ার মতো স্থিতিশীল নয় : ফখরুল
তারেক রহমানের ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল থেকে অনলাইন ক্লাস শুরু
ব্যবসায়ীদের কমফোর্ট জোন দিতে ব্যর্থ রাজনীতি: জামায়াত আমির
অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি
ই-রিটার্নে রেকর্ড: ২০ লাখের বেশি রিটার্ন দাখিল
খেলাপি ঋণ সংকট কাটাতে ১০ বছর লাগবে: গভর্নর
ফ্লাই করার মতো অবস্থায় নেই খালেদা জিয়া—এভারকেয়ার থেকে জানালেন মান্না
এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার অনুরোধ বিএনপির
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নিতে এয়ারঅ্যাম্বুলেন্স প্রস্তুত
খালেদা জিয়াকে নিয়ে মুশফিকুলের আবেগঘণ স্মৃতিচারণ ‘আমার ব্যক্তিগত ঋণ’
‘লুটপাটকারীদের শাস্তি দিন, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না’ — মির্জা ফখরুল
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় রাষ্ট্রপতির গভীর উদ্বেগ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপদেষ্টার পরিষদের সভায় দোয়া
তফসিল কবে জানালেন সিইসি নাসির উদ্দিন
দুটি বিতর্কিত অভিযানের পর র‍্যাব-১৫–এ ‘গণবদলি’
বেগম জিয়া গণতান্ত্রিক সংগ্রামের অনন্য অনুপ্রেরণা: নাহিদ ইসলামের বিবৃতি
দেশে ফেরার বিষয়ে কথা বললেন তারেক রহমান