আজ মক্কা মদিনায় জুমা পড়াবেন যারা
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ০৯:১২, ৭ নভেম্বর ২০২৫
বাঁ থেকে মসজিদে হারামের ইমাম ও খতিব শায়েখ আবদুল্লাহ আওয়াদ আল-জুহানি, মসজিদে নববীর ইমাম ও খতিব শায়েখ আবদুল মহসিন আল-কাসিম। ছবি: সংগৃহীত
সপ্তাহের অন্যদিনের তুলনায় জুমার দিন বিশেষ মর্যাদাসম্পন্ন। কোরআন ও হাদিসে জুমার নামাজের গুরুত্ব আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। মক্কা-মদিনায় জুমার নামাজ আদায়ের ফজিলত অন্যত্র আদায়ের তুলনায় বহুগুণ বেশি। আজ মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নববীতে জুমার নামাজের খুতবা প্রদান ও ইমামতি করবেন খ্যাতনামা দুজন ইমাম ও খতিব।
মক্কার মাসজিদে হারামে আজ জুমার খুতবা দেবেন শায়েখ আবদুল্লাহ আওয়াদ আল-জুহানি। তিনি সাধারণত খুতবায় কোরআন-সুন্নাহর আলোকে নৈতিকতা, সমাজিক দায়িত্ব এবং ইমানের গভীরতা নিয়ে আলোচনা করেন। তার ভাষণে মুসলিমরা আত্মপর্যালোচনা করে জীবনের নৈতিক অগ্রগতি সাধনের অনুপ্রেরণা পান। সরল, স্পষ্ট ও গভীর অর্থবোধসম্পন্ন খুতবা হওয়ায় মুসলিমরা তাকে দারুণ পছন্দ করেন।
মদিনার মাসজিদে নাববীতে আজ জুমার খুতবা প্রদান করবেন শায়েখ আবদুল মহসিন আল-কাসিম। তিনি সাধারণত খুতবায় মুসলিম উম্মাহকে নৈতিক দায়িত্ব ও ইসলামের মৌলিক শিক্ষার প্রতি সচেতন করেন। তার খুতবায় সাধারণ মানুষ সহজভাবে ইসলামের নীতিমালা অনুধাবন করতে পারে এবং তা দৈনন্দিন জীবনে প্রয়োগ করার প্রেরণা পায়। তাই মুসলিম উম্মাহ তাকে অত্যন্ত পছন্দ করেন।
আজকের এই খুতবা কেবল স্থানীয় মুসলিমদের জন্য নয়, সারা বিশ্বের মুসলিমদের জন্য আধ্যাত্মিক দিক থেকে দৃষ্টান্ত স্থাপন করবে। মক্কা ও মদিনার পবিত্র মসজিদ থেকে সম্প্রচারিত এই খুতবা উম্মাহকে নৈতিকতা, আধ্যাত্মিক উন্নতি ও আল্লাহর স্মরণে অভ্যস্ত হতে উদ্বুদ্ধ করবে।
সূত্র: ওয়াকালাতুল আম্বাইস সুয়ুদিয়্যাহ
