রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

বিএনপি প্রার্থীরা মাঠে, নির্বাচন বিলম্বিত হবে না: আলাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:১৯, ৬ ডিসেম্বর ২০২৫

বিএনপি প্রার্থীরা মাঠে, নির্বাচন বিলম্বিত হবে না: আলাল

বিএনপি প্রার্থীরা মাঠে, নির্বাচন বিলম্বিত হবে না: আলাল। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত ‘ইলেকশন ওয়ার্কিং গ্রুপ’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে বলেন, সুষ্ঠু নির্বাচন কেবল ফল ঘোষণা করার প্রক্রিয়া মেনে চলে সম্পন্ন হয় এমন নয়। তিনি ব্যাখ্যা করে বলেন, একটি নির্বাচন সত্যিকারের সুষ্ঠু বলা যায় তখনই, যখন পরাজিত দল ও প্রার্থীরাও নির্বাচনে অংশ নিতে উৎসাহী থাকে এবং পুরো প্রক্রিয়ার প্রতি আস্থা রাখে।

আলাল বলেন, 'বিএনপির প্রাণশক্তি খালেদা জিয়া অসুস্থ থাকলেও দল নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রার্থীরা মাঠে রয়েছেন এবং এটি নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই করা হচ্ছে।' তিনি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণ ও প্রক্রিয়ার স্বচ্ছতার প্রতি আস্থা নিশ্চিত করাই গণতান্ত্রিক প্রক্রিয়ার মূল লক্ষ্য।

জাতিসংঘের মানবাধিকার সনদের শর্তের উদাহরণ দিয়ে তিনি বলেন, 'জেনুইন নির্বাচন' নিশ্চিত করতে মতপ্রকাশের স্বাধীনতা, সমাবেশ ও সংগঠন গঠনের স্বাধীনতা এবং স্বাধীন চলাচলের নিশ্চয়তা থাকা অপরিহার্য। এইগুলো না থাকলে নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ হতে পারে।

জীবনের চ্যালেঞ্জের প্রসঙ্গ টেনে আলাল বলেন, অতিরিক্ত ‘চ্যালেঞ্জ’ শব্দ ব্যবহার মানুষকে ভীত করতে পারে। তিনি বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বলেন, যেমন একই জায়গায় কাঠের দোকান ও প্লাস্টিকের দোকান থাকতে পারে, যাদের বার্তাই একে অপরের বিপরীত। কিন্তু বাস্তবতা বিবেচনা করেই মানুষকে সিদ্ধান্ত নিতে হয়।

জুলাই চার্টারের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ব্যালটে থাকা চার্টারের বিধান অনুযায়ী নির্বাচিত দলগুলোকে এর নীতিমালা মানতে হবে। তবে তিনি মন্তব্য করেন, এই বিষয়ে যথেষ্ট আলোচনা হয়নি এবং প্রয়োজনীয়তা অনুযায়ী আরও বিস্তারিত আলোচনার দরকার রয়েছে।

ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার গুরুত্বের বিষয়েও আলাল গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পাহাড়ি জনগোষ্ঠী, সনাতন ধর্মাবলম্বী ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়টি নির্বাচনী আলোচনায় পর্যাপ্তভাবে ওঠে আসেনি। এটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভোটাধিকার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এক সময় ভোট এমন অবস্থা ছিল যা ‘নট’ (NOT) এর মতো, অর্থাৎ কার্যকর বা গ্রহণযোগ্য নয়। স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য সহনশীলতা এবং পরস্পরের প্রতি আস্থা ও ছাড় দেওয়ার মানসিকতা জরুরি।

স্বপ্ন এবং বাস্তবতার পার্থক্য তুলে ধরে আলাল বলেন, রাজনৈতিক ক্ষেত্রে আদর্শ ও বাস্তবতার মধ্যে অনেক দূরত্ব থাকে। মানুষ স্বপ্নে রাজপুত্র বা রাজকন্যার মতো সুন্দর দৃশ্য দেখতে পায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। রাজনৈতিক প্রেক্ষাপটেও ঠিক তেমন—স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে প্রায়শই বড় ব্যবধান থাকে।

মোয়াজ্জেম হোসেন আলালের এ বক্তব্যগুলো বিএনপির নির্বাচনি দৃষ্টিভঙ্গি, গণতান্ত্রিক মানদণ্ড এবং দলের প্রস্তুতির বিস্তৃত চিত্র তুলে ধরে। তার মন্তব্য থেকে বোঝা যায়, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ ও প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং সংখ্যালঘু ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোতেও গুরুত্বারোপ করছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু