খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০০:৩৬, ৬ ডিসেম্বর ২০২৫
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এন্ডোস্কপি করেছেন চিকিৎসকরা / কোলাজ ছবি
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এন্ডোস্কপি করেছেন চিকিৎসকরা। এতে তার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন গণমাধ্যমকে এই তথ্য জানান।
এই চিকিৎসক বলেন, অধ্যাপক ডা. এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে। এন্ডোস্কোপি রিপোর্ট অনুযায়ী তার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে।
ডা. আল মামুন জানান, শুক্রবার বিকেল ৪ টায় বেগম জিয়ার এন্ডোস্কোপি হয়েছে।
সংকটাপন্ন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিতে আগামীকাল বিকেল ৫টায় জার্মানি থেকে কাতারের ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে ঢাকায় না আসায় উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার তারিখ পিছিয়ে যায়।
