রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:৩২, ৫ ডিসেম্বর ২০২৫

খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু

খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী / ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণে আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন পেছানোর কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় আমীর খসরু বলেন, “এসব প্রশ্ন আসে কী করে, বুঝি না। খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। গণতন্ত্র প্রবর্তনের জন্য সবচেয়ে বেশি নির্বাচন চান তিনিই।”

আমীর খসরু বলেন, “উনি যে অবস্থায়ই থাকুন, সবসময়ই চাইবেন—বাংলাদেশের মানুষ যেন ভোটের মাধ্যমে তাদের সরকার গঠন করতে পারে, গণতান্ত্রিক শৃঙ্খলা ফিরে আসে এবং জনগণ তাদের মালিকানা ফিরে পায়।”

তিনি আরও বলেন, “নির্বাচন পিছিয়ে যাওয়ার প্রশ্নটা আসছে কোথা থেকে?”

খালেদা জিয়ার শারীরিক সংকট সত্ত্বেও রাজনৈতিক প্রক্রিয়া অব্যাহত থাকার কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, “দেশ অনেকটা স্থবির হয়ে আছে। কিন্তু জীবন চলে—দেশকেও চলতে হবে। আর এই দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার নেতৃত্ব অতীতেও দিয়েছেন বেগম খালেদা জিয়া।”

গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় সিসিইউতে। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু