খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল ও আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:২৬, ২৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ২৩:৩৮, ২৮ নভেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মির্জা ফখরুল ও আমীর খসরু। কোলাজ ছবি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন দলের দুই শীর্ষ নেতা। তারা হলেন- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে তারা হাসপাতালে যান। এ সময় এই দুই নেতা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন। তারা খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধায়নে সিসিইউতে দেশি-বিদেশি চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসা করছেন।
দায়িত্বশীল কারও বক্তব্য ছাড়া বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যগত কোনও সংবাদ না করতে দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
