লালদিয়া টার্মিনাল চুক্তি বাতিল দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২১:২৬, ২০ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৩:১৩, ২১ নভেম্বর ২০২৫
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তকে ‘জাতীয় স্বার্থবিরোধী’ আখ্যা দিয়ে চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটি বলেছে, দেশের কোনো বন্দর বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়া চলতে পারে না।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে ‘চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল ও পানগাঁও নৌ-টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে ইজারা দেওয়ার চুক্তির প্রতিবাদে’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব দাবি তুলে ধরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
সমাবেশে বক্তব্য দেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক, সদস্য সিকদার হারুন মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, স্পর্শকাতর ও দীর্ঘমেয়াদি এমন সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থানে অন্তর্বর্তী সরকার নেই। খুব শিগগিরই সরকারের মেয়াদ শেষ হবে—তখন চুক্তি নিয়ে জটিলতা তৈরি হলে এর দায় কে নেবে? তারা অভিযোগ করেন, চুক্তিটি টেন্ডার ছাড়া এবং অস্বাভাবিক গোপনীয়তার মাধ্যমে করা হয়েছে, যা জনস্বার্থের পরিপন্থি।
নেতারা আরও বলেন, সরকারের মেয়াদ সর্বোচ্চ তিন মাস। কোনো বড় এজেন্ডা বাস্তবায়ন করার এখতিয়ার এই সরকারের নেই। দেশের অর্থনীতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত সমুদ্রবন্দরকে গোপন চুক্তির মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া গ্রহণযোগ্য নয়। চুক্তির প্রতিটি দিক জানার অধিকার জনগণের রয়েছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অবিলম্বে চুক্তি বাতিলের দাবি জানায়।
