অতি শিগগিরই গণভোট দিন, জামায়াত আমীরের আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৪৬, ১১ নভেম্বর ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহিত
রাজধানীর পুরানা পল্টনে অনুষ্ঠিত সমমনা আট দলের যুগপৎ সমাবেশে অতি শিগগিরই গণভোট আয়োজনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান। মঙ্গলবার বিকেলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারিসহ অভিন্ন পাঁচ দফা দাবিতে আয়োজিত এ সমাবেশে তিনি বলেন, `গণভোটের বিষয়ে যদি সব দল একমত, তাহলে তারিখ নিয়ে বায়না কেন? আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হোক—আমরা তা চাই।‘
তিনি আরও বলেন, `উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে ফেলবেন না। জনগণের ভাষা বুঝার চেষ্টা করুন। জনগণের মুক্তি আদায় করেই আমরা ঘরে ফিরবো।‘
ডা. শফিকুর রহমান বলেন, `জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে বলেই আজকের সমাবেশ সম্ভব হয়েছে। আমাদের দাবি কম ও সুস্পষ্ট—জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। স্বীকৃতি না দিলে নির্বাচন হবে না। আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের কোনো অর্থ হয় না।‘
যুগপৎ আন্দোলনের অংশীদার দলসমূহ সমমনা আট দল হলো—
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
আট দলের পাঁচ দফা দাবি
১.জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন।
২.জাতীয় নির্বাচনে উভয়কক্ষে `সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব’ (PR) পদ্ধতি চালু।
৩.অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য `লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা।
৪. তথাকথিত `ফ্যাসিস্ট সরকারের’ জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
জামায়াত আমীর স্পষ্ট ভাষায় বলেন, `যারা জুলাই বিপ্লবকে স্বীকৃতি দেবে না, তাদের জন্য এই দেশে কোনো নির্বাচন নেই। নির্বাচন দেখতে হলে আগে স্বীকৃতি দিতে হবে। জনগণের রায়ই হবে শেষ কথা।‘
