আ.লীগ গণমানুষের দল নয়: হাসনাত আব্দুল্লাহ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫:৪৬, ১১ নভেম্বর ২০২৫
নারায়ণগঞ্জে জেলা অফিস উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এনসিপি মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ।ছবি: সংগৃহিত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আওয়ামী লীগ এখন বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক; এটি আর কোনোভাবেই গণমানুষের দল নয়।’
মঙ্গলবার (১১ নভেম্বর) নারায়ণগঞ্জে এনসিপির জেলা অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন,‘আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম ইতোমধ্যে বলেছেন—এনসিপি সংস্কারমুখী ও স্বাধীন চিন্তার শক্তিগুলোকেই সঙ্গে নিতে চায়। যারা ২৪-এর জনআকাঙ্ক্ষার বিপক্ষে ছিল, সংস্কার বাধাগ্রস্ত করেছে—তাদের সঙ্গে কোনো জোট সম্ভব নয়।’
তিনি আরও জানান, এনসিপি সর্বদা ‘জাতীয় ঐক্য ও সংস্কারভিত্তিক রাজনীতির’ পক্ষে। প্রয়োজনে ছাড় দিয়ে হলেও এই ঐকমত্যে আসতে প্রস্তুত দলটি।
নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।
হাসনাত বলেন, ‘আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী ঘোষণার কথা জানিয়েছেন।’
এ সময় তিনি দলীয় সাংগঠনিক কার্যক্রম প্রসারে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি গঠন এবং অফিস স্থাপনের নির্দেশ দেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন,‘টকশোতে আওয়ামী লীগের কিছু সুবিধাভোগী বুদ্ধিজীবী আছেন—যাদের ভাড়ায় খাটানো যায়। তারা দলটির পক্ষে বৈধতা উৎপাদনের চেষ্টা করেছেন। কিন্তু দেশের মানুষ এখন বুঝে গেছে—আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না।’
তিনি আরও বলেন, আওয়ামী লীগের পতন কোনো নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় নয়, বরং গণঅভ্যুত্থানের মাধ্যমে হয়েছে।
তিনি বলেন, ‘এখন ব্যালটের মাধ্যমে তাদের ফেরানো যায় না, কারণ তারা জনগণের আস্থা হারিয়েছে।’
এনসিপি নেতা জানান, সংস্কার ও জাতীয় ঐক্যের প্রশ্নে এখনই ঐক্যবদ্ধ হওয়ার সময়।
তিনি বলেন,‘যারা বাংলাদেশের পক্ষে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, আমরা তাদের স্বাগত জানাই।’
