রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

ইসলামী ৮ দলের যৌথ সমাবেশ

পাঁচ দফা দাবিতে পল্টন মোড়ে নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৪৭, ১১ নভেম্বর ২০২৫

পাঁচ দফা দাবিতে পল্টন মোড়ে নেতাকর্মীরা

পুরানা পল্টন মোড়ে ইসলামী ৮ দলের যৌথ সমাবেশ। ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে পল্টন মোড়ে জড়ো হচ্ছেন জামায়াত ও ইসলামী আন্দোলনসহ সমমনা আটটি দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টন মোড়ে পাঁচ দফা দাবির এই আন্দোলনের পঞ্চম ধাপের দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে এই সমাবেশ শুরু হয়েছে। 

সমাবেশে বক্তব্য দেবেন জামায়াতের আমির শফিকুর রহমানসহ অন্যান্য আট দলের কেন্দ্রীয় নেতারা। আর এই যৌথ সমাবেশের সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

সমাবেশের কারণে কাকরাইল হয়ে নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। কোনো যানবাহন পল্টন মোড়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ঢাকার বিভিন্ন জায়গা থেকে নেতা কর্মীরা মিছিল নিয়ে স্লোগান দিয়ে পল্টনে জড়ো হচ্ছেন।

ইসলামী ৮ দলের যৌথ সমাবেশ জন্য পল্টন মোড়ের দক্ষিণ সড়কে তৈরি করা হয়েছে দুটি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ। মঞ্চের আশপাশে ও সংলগ্ন সড়কগুলোতে নেতাকর্মীদের সরব উপস্থিতি। বিভিন্ন স্লোগানে সমাবেশস্থল মুখর করে রেখেছেন নেতাকর্মীরা। সবার হাতে  দলীয় পতাকা, প্রতীক ও প্ল্যাকার্ড। 

এদিকে যৌথ সমাবেশের স্বেচ্ছাসেবকরা সমাবেশের অন্য পাশের সড়কে চলাচল স্বাভাবিক রাখার কাজ করছেন । 

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট কবে হবে—সেই বিরোধ মিটিয়ে দলগুলোকে সমঝোতায় আসতে অন্তর্বর্তী সরকারে সাত দিনের সময় গতকাল সোমবার শেষ হয়েছে। তবে এই সাত দিনে সমঝোতার কোনো সংবাদ আসেনি। এমনকি দলগুলোর মধ্যে এ নিয়ে একসঙ্গে বসার কোনো উদ্যোগও নেয়নি অন্তর্বর্তী সরকার। এমন পরিস্থিতিতে আজকের এই সমাবেশে লাখো লোকের সমাগম ঘটানোর ঘোষণা দিয়ে রেখেছেন জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ।

গতকাল সোমবার বিকেলে সমাবেশের প্রস্তুতি নিয়ে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আট দল বৈঠকে বসে। বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে আযাদ জানান, এই সমাবেশ থেকে সরকারকে একটি স্পষ্ট বার্তা দিতে চায় আট দল। তিনি বলেন 'হাজার হাজার নয়, লাখ লাখ মানুষ এই সমাবেশে যোগ দেবেন।'

যৌথ সমাবেশের অন্য দলগুলো হলো- খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু