পল্টনে মঙ্গলবার লক্ষ মানুষের সমাবেশ হবে— আট দলের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৫৩, ১০ নভেম্বর ২০২৫
ছবি: ফাইলফটো
রাজধানীর পল্টনে মঙ্গলবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া আট দলের বিশাল গণসমাবেশ। দলগুলোর নেতারা জানিয়েছেন, এই সমাবেশে “হাজার নয়, বরং লক্ষ লক্ষ মানুষ” অংশ নেবেন বলে তারা আশা করছেন।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পল্টন কার্যালয়ে আট দলের নেতারা বৈঠক করেন।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, `আগামীকাল হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের জমায়েত হবে। লোকে লোকারণ্য হবে, এটাই আমাদের প্রত্যাশা। রাজধানী ও আশপাশের মানুষই যুক্ত হবে। আমরা চাই সরকার এই সমাবেশ থেকেই বার্তাটা বুঝে নিক।‘
পাঁচ দফা দাবিতে আন্দোলনের পঞ্চম পর্ব
আট দলের যুগপৎ আন্দোলন মূলত পাঁচ দফা দাবির ভিত্তিতে চলছে।
হামিদুর রহমান জানান,আমাদের আন্দোলনের চতুর্থ পর্ব শেষ, এখন পঞ্চম পর্ব চলছে। ৬ নভেম্বর আমরা স্মারকলিপি দিয়েছি এবং ১১ নভেম্বর গণসমাবেশের ঘোষণা দিয়েছিলাম। এটি কোনো জোট নয়, বরং জনগণের দাবির আন্দোলন প্ল্যাটফর্ম।
নেতারা বলেন, তারা জনদুর্ভোগ এড়িয়ে চলার চেষ্টা করছেন।
সমাবেশ চলবে বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
বিএনপির সঙ্গে সম্ভাব্য ঐক্য বিষয়ে প্রশ্নে হামিদুর রহমান বলেন, `বিএনপি প্রকাশ্যে বলেছে, তারা জামায়াতের ডাকে সাড়া দেবে না। আমরাও প্রকাশ্যে বলছি—ওনারা ডাকলে আমরাও সাড়া দেব। আলোচনাও চলবে, আন্দোলনও চলবে।‘
ঐকমত্য কমিশনের আলোচনার অগ্রগতি প্রসঙ্গে তিনি জানান, আলোচনা ব্যর্থ হয়নি, বরং মূল সমস্যা হচ্ছে `সনদ বাস্তবায়নের পদ্ধতি’ নিয়ে।
সংবিধান থেকে গণভোট বাদ দেওয়াকে ‘ফ্যাসিস্টদের কাজ’ বলে আখ্যা দেন জামায়াত নেতা।
তিনি বলেন— `গণভোট সংবিধানে ছিল, ফ্যাসিস্টরা বাদ দিয়েছে। যারা এখন বলে সংবিধানে গণভোট নেই, তারা সেই ফ্যাসিস্টদের সমর্থন করছেন।‘
তিনি আরও বলেন, `সংবিধান অনুযায়ী নির্বাচন পাঁচ বছর পর হওয়ার কথা। তাহলে কি ২০২৬ সালে নির্বাচন হবে? বর্তমান সরকারও সংবিধান অনুযায়ী ক্ষমতায় নেই।‘
