বিএনপির নেতাকর্মী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয় : রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৫৩, ১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৯:১৪, ১ নভেম্বর ২০২৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ছবি : সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়। যদি কেউ দলের নাম ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
শনিবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় রিজভী বলেন, “কোনো কিছু ঘটলেই বিএনপির ওপর দায় চাপানো এখন অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। সমাজবিরোধী কর্মকাণ্ডে যেই জড়িত হবে, তাকে আইনের আওতায় আনতে হবে। সরকার কেনো ব্যবস্থা নিচ্ছে না, বরং ঢিলেঢালা আচরণ করছে।”
তিনি আরও বলেন, “গণমাধ্যমকে দায়িত্বশীল হতে হবে। গণমাধ্যম যদি কোনো অসত্য সংবাদ প্রকাশ করে, তাহলে সমাজে বিভ্রান্তি তৈরি হয়। রাষ্ট্র ও জনগণের মধ্যে আস্থার সংকট দেখা দেয়। তাই সংবাদ প্রকাশে সতর্ক থাকতে হবে।”
সম্প্রতি রাউজানে অস্ত্রসহ কয়েকজন গ্রেপ্তার হওয়ার ঘটনায় বিএনপির নাম জড়ানো প্রসঙ্গে তিনি বলেন, “কিছু গণমাধ্যমে বলা হলো, এই অস্ত্রধারীরা বিএনপির লোক! অথচ কোনো প্রমাণ নেই। এটি অত্যন্ত দুঃখজনক। ওই অঞ্চলে সাংগঠনিক অনিয়মের অভিযোগে সিনিয়র নেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।”
রিজভী আরও বলেন, “বিএনপি ১৫ বছরের দমন-নিপীড়ন ও ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করেছে। জুলাই-আগস্টের আন্দোলনে জনগণ তার চূড়ান্ত রূপ দেখেছে। মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে, তবে এখনো পুরোপুরি আতঙ্কমুক্ত নয়।”
তিনি অভিযোগ করেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে নেই। বিশ্ববাজারে গমের দাম কমলেও দেশে তা বেড়েছে। সরকার ব্যর্থ হলে সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে।”
