গণভোট সংবিধানসম্মত নয়
ঐকমত্য কমিশনের সুপারিশকে ‘অশ্বডিম্ব’ আখ্যা সিপিবি সভাপতির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:১৭, ১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৫:১৮, ১ নভেম্বর ২০২৫
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি সাজ্জাদ জহির চন্দন। ছবি : সংগৃহীত
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া সুপারিশকে ‘অশ্বডিম্ব’ আখ্যা দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি সাজ্জাদ জহির চন্দন। তিনি বলেন, “আট মাস আলোচনার পর একটা অশ্বডিম্বের মতো অবস্থা তৈরি হয়েছে।”
শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত “পলিটিকস ল্যাব: পাবলিক ডায়ালগ” শীর্ষক সংলাপে তিনি এই মন্তব্য করেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত সংলাপটিতে সহযোগিতা করেছে জার্মান ফাউন্ডেশন ফ্রেডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস)।
সিপিবি সভাপতি বলেন, কমিশনের ৮৪টি আলোচ্য বিষয়ের মধ্যে মাত্র ২০টিতে ঐকমত্য হয়েছে, বাকি বিষয়গুলোতে মতভেদ থেকেই গেছে। “তাহলে কোন বিষয়ে ভোট হবে?”— প্রশ্ন তোলেন তিনি।
জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ ব্যাখ্যা করে সাজ্জাদ জহির চন্দন বলেন, “আমরা দেখলাম, জুলাই সনদে স্বাক্ষর হলো। এরপর সংস্কার কমিশন আবার নতুন খেলা খেলেছে। তারা বলছে— কোনো ভিন্নমত থাকবে না, নোট অব ডিসেন্ট থাকবে না। অথচ ভিন্নমত গণতন্ত্রেরই অংশ।”
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “সংবিধানে গণভোটের বিধান নেই। শুধু ১৪২ ধারা অনুযায়ী সংসদ চাইলে গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোট আহ্বান করতে পারে। তাই এই মুহূর্তে প্রস্তাবিত গণভোট সংবিধানসম্মত নয়।”
তিনি অভিযোগ করেন, “আমরা আগেই বলেছিলাম প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নিতে। কিন্তু সরকার তা শোনেনি।”
উল্লেখ্য, গত মঙ্গলবার ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ অন্তর্বর্তী সরকারের হাতে হস্তান্তর করে। এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে তা নিয়ে তীব্র বিতর্ক ও মতভেদ সৃষ্টি হয়েছে।
