সারজিস আলমের সতর্ক বার্তা
বুলবুলকে অভিনন্দন, তবে রংপুরকে অবহেলা নয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:২২, ৯ অক্টোবর ২০২৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তামিম ইকবালের সরে দাঁড়ানোর পর থেকেই বুলবুলের জয় অনেকটাই নিশ্চিত ছিল, বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। সোমবার সন্ধ্যায় তা সম্পন্ন হয়—বুলবুলের বিপক্ষে সভাপতি পদে কেউ মনোনয়ন জমা দেননি।
এর আগে ঢাকা বিভাগ থেকে ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হন বুলবুল। ঢাকার কাউন্সিলরদের ১৫ ভোট পেয়ে পরিচালক পদ নিশ্চিত করেন তিনি।
নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতিকে অভিনন্দন জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট দেন। তবে তার সঙ্গে ছিল রংপুর বিভাগের পক্ষে এক আন্তরিক কিন্তু দৃঢ় আহ্বানও।
সারজিস লিখেছেন,“বুলবুল ভাই, আপনাকে অভিনন্দন জানাই বিসিবি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য। আপনি বিভাগীয় পর্যায়ে বিসিবির অফিস স্থাপনের উদ্যোগ নিয়েছেন, এজন্য কৃতজ্ঞতা। কিন্তু রংপুর বিভাগ বাদ দিয়ে বাকি সাত বিভাগে অফিস স্থাপনের সিদ্ধান্ত আমাদের কষ্ট দিয়েছে।”
তিনি আরও বলেন,“রংপুরে আটটি জেলা থাকা সত্ত্বেও এটিকে অন্য বিভাগের অধীনে রাখা হচ্ছে—এটা অত্যন্ত অন্যায্য। ক্রিকেট অবকাঠামোর দিক থেকেও রংপুর সবচেয়ে পিছিয়ে। একটি মানসম্মত মাঠও নেই, আন্তর্জাতিক ম্যাচ আয়োজন তো অনেক দূরের কথা।”
সারজিস আলম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বিসিবি সভাপতি বুলবুলের প্রতি আহ্বান জানান—রংপুরকেও অন্যান্য বিভাগের মতো সমান গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, “রংপুরবাসী অতিরিক্ত কিছু চায় না, শুধু নিজেদের প্রাপ্যটুকু। রংপুরের সাথে যেমন আচরণ করা হবে, রংপুরও ভবিষ্যতে তেমনটাই ফিরিয়ে দেবে।”
