রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

সারজিস আলমের সতর্ক বার্তা

বুলবুলকে অভিনন্দন, তবে রংপুরকে অবহেলা নয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:২২, ৯ অক্টোবর ২০২৫

বুলবুলকে অভিনন্দন, তবে রংপুরকে অবহেলা নয়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তামিম ইকবালের সরে দাঁড়ানোর পর থেকেই বুলবুলের জয় অনেকটাই নিশ্চিত ছিল, বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। সোমবার সন্ধ্যায় তা সম্পন্ন হয়—বুলবুলের বিপক্ষে সভাপতি পদে কেউ মনোনয়ন জমা দেননি।

এর আগে ঢাকা বিভাগ থেকে ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হন বুলবুল। ঢাকার কাউন্সিলরদের ১৫ ভোট পেয়ে পরিচালক পদ নিশ্চিত করেন তিনি।

নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতিকে অভিনন্দন জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট দেন। তবে তার সঙ্গে ছিল রংপুর বিভাগের পক্ষে এক আন্তরিক কিন্তু দৃঢ় আহ্বানও।

সারজিস লিখেছেন,“বুলবুল ভাই, আপনাকে অভিনন্দন জানাই বিসিবি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য। আপনি বিভাগীয় পর্যায়ে বিসিবির অফিস স্থাপনের উদ্যোগ নিয়েছেন, এজন্য কৃতজ্ঞতা। কিন্তু রংপুর বিভাগ বাদ দিয়ে বাকি সাত বিভাগে অফিস স্থাপনের সিদ্ধান্ত আমাদের কষ্ট দিয়েছে।”

তিনি আরও বলেন,“রংপুরে আটটি জেলা থাকা সত্ত্বেও এটিকে অন্য বিভাগের অধীনে রাখা হচ্ছে—এটা অত্যন্ত অন্যায্য। ক্রিকেট অবকাঠামোর দিক থেকেও রংপুর সবচেয়ে পিছিয়ে। একটি মানসম্মত মাঠও নেই, আন্তর্জাতিক ম্যাচ আয়োজন তো অনেক দূরের কথা।”

সারজিস আলম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বিসিবি সভাপতি বুলবুলের প্রতি আহ্বান জানান—রংপুরকেও অন্যান্য বিভাগের মতো সমান গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, “রংপুরবাসী অতিরিক্ত কিছু চায় না, শুধু নিজেদের প্রাপ্যটুকু। রংপুরের সাথে যেমন আচরণ করা হবে, রংপুরও ভবিষ্যতে তেমনটাই ফিরিয়ে দেবে।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু