‘সীমান্তের ওপারের শক্তির কারণেই জুলাই সনদে ঐকমত্য সম্ভব হচ্ছে না’ — মঞ্জু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৪৯, ৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:৫০, ৮ অক্টোবর ২০২৫
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সীমান্তের ওপারের প্রভাবশালী শক্তির কারণেই জুলাই জাতীয় সনদ নিয়ে রাজনৈতিক ঐকমত্যে পৌঁছানো যাচ্ছে না। তার মতে, বিষয়টি নিয়ে সরকারকেই এখন সিদ্ধান্ত নিতে হবে, কারণ জনগণ দ্রুত একটি সুনির্দিষ্ট পদক্ষেপ দেখতে চায়।
বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই সনদ বাস্তবায়নের উপায়’ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের বিরতিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
মঞ্জু অভিযোগ করে বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি নির্ধারণে গণভোট সংসদ নির্বাচনের আগে হবে না—এ নিয়েও একমত হতে পারছে না দলগুলো। ভোটের দিন নির্ধারণে স্পষ্ট দ্বিমত রয়েছে দুই পক্ষের মধ্যে। বিশেষ করে বিএনপি, জামায়াত ও এনসিপি নিজেদের সরকারের অংশ মনে করে বলেই ঐকমত্যে পৌঁছানো যাচ্ছে না।”
তিনি আরও বলেন, “এ অবস্থায় সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে—সংবিধান আদেশ বা বিশেষ অধ্যাদেশ যেভাবেই হোক, বিষয়টির একটি দিকনির্দেশনা দিতে হবে। জনগণ আর বিলম্ব চায় না।”
মঞ্জু স্পষ্ট করে জানান, এবি পার্টি গণভোটের সময়সূচি নিয়ে নমনীয় অবস্থানে আছে। “গণভোট সাধারণ নির্বাচনের আগে বা পরে—যেভাবেই হোক আমাদের আপত্তি নেই,” বলেন তিনি।
রাজনৈতিক মহলে জুলাই সনদ নিয়ে চলমান মতপার্থক্যকে ঘিরে এই মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
