“আরেকটা গণঅভ্যুত্থান হতে পারে”: সতর্ক করলেন রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৩৪, ৮ অক্টোবর ২০২৫
রাষ্ট্রের গুণগত পরিবর্তনের প্রয়োজনীয়তা উল্লেখ করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, “রাষ্ট্রে আরেকটা গণঅভ্যুত্থান হতে পারে।” বুধবার (৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই মন্তব্য করেন।
রাশেদ খান লিখেছেন, “আমি মনে করি না বয়স্ক উপদেষ্টারা দুর্নীতি করেছে। এমন তথ্যও শোনা যায় না। কিন্তু রাষ্ট্র পরিচালনায় তাদের অনভিজ্ঞতা ও রাজনৈতিক জ্ঞানের অভাবের কারণে গণঅভ্যুত্থান-পরবর্তী সরকার কিছুই করতে পারেনি। যারা হাসিনার বিরুদ্ধে কখনো রাজপথে নামেনি, তাদের প্রলোভন দেখিয়ে উপদেষ্টা বানানোই ছিল বড় ভুল।”
তিনি আরও উল্লেখ করেন, “এত বড় গণঅভ্যুত্থানের পরও রাষ্ট্রে কোনো পরিবর্তন হয়নি, কারণ নেতৃত্ব বাছাইয়ে ভুল হয়েছিল। ছাত্র নেতৃত্বরাই সেই ভুল করেছে। এখন তারাই স্বীকার করছে, ভুল লোকের ওপর বিশ্বাস করেছিল। তাদের সেই ভুলের খেসারত দিচ্ছে পুরো জাতি।”
পোস্টে রাশেদ খান সতর্ক করে বলেন, “রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য ভবিষ্যতে আরেকটা গণঅভ্যুত্থান হলেও হতে পারে। সেই গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বড় খেসারত দিতে হবে তাদের, যাদের ভুলের কারণে চব্বিশের গণঅভ্যুত্থান ব্যর্থ হয়েছে। আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমদের রক্ত বৃথা গেছে। তখন আর বয়স্ক উপদেষ্টাদের সেইফ এক্সিট লাগবে না—প্রাকৃতিক নিয়মেই তারা থাকবে না, কিন্তু আজ যারা প্রতিনিয়ত ভুল করছে, তাদের তখন সেইফ এক্সিট খুঁজতে হবে।”
তবে শেষাংশে তিনি আশাবাদী সুরে লেখেন, “কেউই সেইফ এক্সিট খুঁজবে না, যদি আগামী পাঁচ মাস সবাই ভুল না করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সঠিক সংস্কার, বিচার ও নির্বাচনের পথ তৈরি করতে পারে। তাহলেই গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাওয়া সম্ভব।”
