এনসিপি নেতাদের টিভি লাইসেন্স নিয়ে নুর
‘অস্বচ্ছতা’ ও ‘ভাগ-বাটোয়ারা’র অভিযোগ
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৬:২০, ৮ অক্টোবর ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার নামে নতুন দুটি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স অনুমোদনকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নুর বলেন,“শুনেছি এনসিপির নেতৃবৃন্দের নামে দুটি গণমাধ্যম অনুমোদন করা হয়েছে। যে দুইজনের নামে হয়েছে, তাদের আমি ভালোভাবে চিনি। তারা নিজের ফ্যামিলি নিয়ে চলতে হিমশিম খাচ্ছে।”
তিনি আরও বলেন, “আমি একটি দলের প্রধান, কিন্তু ৫ আগস্টের পরে যেখানে ছিলাম, আজও সেখানে আছি। ওরা অনেকে আমার সহকর্মী ছিলেন—ছোট একটা পত্রিকায় চাকরি করেন, বেতনও বেশি না। মেইনস্ট্রিম মিডিয়ায়ও তারা কেউ কাজ করেন না। কীভাবে ওদের হাতে টিভি চ্যানেলের লাইসেন্স যায়, তা অবিশ্বাস্য।”
নুরুল হক নুরের মতে, এই ঘটনার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে “অস্বচ্ছতা ও পক্ষপাতমূলক মনোভাব” স্পষ্ট হয়ে উঠেছে। তিনি বলেন,“এটা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের অস্পষ্টতা ও পক্ষপাতের বহিঃপ্রকাশ। ওয়ান ইলেভেনের সরকার দুর্নীতির বিরুদ্ধে যেভাবে অ্যাকশন দেখিয়েছিল, এই সরকারে আমরা তা দেখি না। বরং দেখা যাচ্ছে পুরনো স্টাইলে ভাগ-বাটোয়ারা, লোক বসানো, প্রতিষ্ঠান দখল—সবই চলছে।”
নুর আরও দাবি করেন, ৫ আগস্টের পর থেকে বহু গণমাধ্যম ‘দখল’ হয়ে গেছে। “এই সরকার থেকে আমরা এটা প্রত্যাশা করিনি,” বলেন তিনি।
অন্তর্বর্তী সরকার মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুটি নতুন বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে — ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’।নেক্সট টিভির লাইসেন্স পেয়েছেন আরিফুর রহমান তুহিন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক। তিনি আগে একটি ইংরেজি দৈনিকের স্টাফ রিপোর্টার ছিলেন এবং পরে এনসিপিতে যোগ দেন।লাইভ টিভির লাইসেন্স পেয়েছেন আরিফুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী। তিনি ছাত্রজীবনে সাংবাদিকতা করলেও এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেননি।
