রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

জুলাই সনদের আইনি ভিত্তি গড়তে গণভোট চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:২৪, ৫ অক্টোবর ২০২৫

জুলাই সনদের আইনি ভিত্তি গড়তে গণভোট চায় জামায়াত

’জুলাই সনদ’ বাস্তবায়নের আইনি ভিত্তি গড়ে তুলতে গণভোট আয়োজন করা প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তারমতে, এই গণভোট জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে হওয়া উচিত। 

রবিবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি যদি গণভোটের মাধ্যমে স্থাপন করা হয়, তাহলে তা হবে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যবস্থা। এতে ভবিষ্যতে কেউ চ্যালেঞ্জ জানাতে পারবে না, এমনকি পার্লামেন্টও সেটি প্রত্যাখ্যান করতে পারবে না।”

গণভোটের সময় প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, “জনগণ গণভোটে অভ্যস্ত নয়। তাই জাতীয় নির্বাচনকে জটিল না করে নভেম্বর বা ডিসেম্বর মাসেই গণভোট আয়োজন করা যেতে পারে। তফসিলের আগেও করা সম্ভব।”

তিনি আরও বলেন, “গণভোট হয়ে গেলে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে কোনও বাধা থাকবে না। এতে জাতিও বাঁচবে, আমরাও বাঁচব।”

বিএনপির সঙ্গে দূরত্ব নেই উল্লেখ করে জামায়াত নেতা বলেন, “গণভোটের ফল যদি আমাদের বিপক্ষেও যায়, আমরা সেটি মেনে নেবো।”

জামায়াতের এই নেতা জানান, রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি গঠনে গণভোট আয়োজনের পক্ষে মত দিয়েছে। গণভোট আয়োজন করবে নির্বাচন কমিশন, তবে এর জন্য সরকারকে কমিশনকে নির্দেশনা দিতে হবে।

ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
আজ নোয়াখালী মুক্ত দিবস
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ