সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট, কারণটি সঙ্গত; কিন্তু এখন কেন?
প্রকাশ: ২০:০১, ৬ ডিসেম্বর ২০২৫
মঞ্জুরে খোদা টরিক
প্রধান নির্বাচন কমিশনার ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা বলেছেন। এমন সময় বাংলাদেশ কংগ্রেস নামের এক দলের মহাসচিব আইনজীবী ইয়ারুল ইসলাম হাইকোর্টে রিট করেন।
১। আবেদনকারী বলছেন, নির্বাহী বিভাগের ব্যক্তি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন পরিচালনা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধান অনুসারে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন এবং নির্বাহী বিভাগ শুধু তাদের সব ধরনের সহযোগিতা করবে। কিন্তু সংবিধান লঙ্ঘন করে প্রতিটি নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাহী বিভাগকে দেওয়া হয়। ফলে নির্বাচন নিয়ে নানামুখী বিতর্ক তৈরি হয়।
২। জাতীয় সংসদ নির্বাচনে জেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।
৩। পদোন্নতির মাধ্যমে জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের থেকে ইসি সচিব নিয়োগের পরিবর্তে নির্বাহী বিভাগ থেকে ইসি সচিব নিয়োগ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—এ বিষয়েও রুল চাওয়া হয়েছে।
৪। যেই দল এই রিট করেছে আমি কখনো তাদের নাম শুনিনি! তবে তারা যে বিষয়ে এই রিট করেছে সেটি গুরুত্বপূর্ণ ও সঙ্গত কিন্তু প্রশ্ন হচ্ছে এই সময়ে কেন? কেন ২/৪ মাস আগে নয়?? যখন নির্বাচন কমিশন আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করবে! যদি এই রিটের কারণে নির্বাচন স্থগিত হয় তাহলে তা কাদেরকে খুশি করবে? ভাবুন, সমীকরণ পরিষ্কার হবে!
৫। এনসিপি আবারো বলেছে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করে নির্বাচন দিতে। এক্ষেত্রে তারা খালেদা জিয়ার অসুস্থতার ইস্যুকে যুক্ত করছে! এবার বিএনপি নেত্রী ইস্যু, বিএনপিকে ঘায়েলের রাজনীতিতে!! বিএনপি কি বলবে, না এটা কোন বিষয় নয়, নির্বাচন হবেই। কারো নির্বাচন থেমে থাকবে না?? এগুলো হচ্ছে নাটকের দ্বিতীয় পর্বের প্রথম অংক?
লেখক: গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক
* মতামত লেখকের নিজস্ব
