সাংবাদিক শওকত মাহমুদ ডিবি হেফাজতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:০৮, ৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৮:০২, ৭ ডিসেম্বর ২০২৫
সাংবাদিক শওকত মাহমুদ। ছবি: সংগৃহীত
জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান।
রবিবার (৭ ডিসেম্বর) বিকালে রাজধানীর মালিবাগে নিজ বাসা থেকে ডিবির একটি বিশেষ টিম তাকে নিয়ে যায় বলে নিশ্চিত করেছে ডিএমপি।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের জানান—“শওকত মাহমুদ বর্তমানে ডিবি হেফাজতে আছেন। বিকালে মালিবাগের বাসা থেকে তাকে নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, তাকে কোনো নির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কিনা, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি ছড়িয়ে পড়ার পর সাংবাদিক মহল ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। অনেকে এই আটককে ‘অভিযোগ যাচাইয়ের অংশ’ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন এটি রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে একটি পদক্ষেপ।
