বায়তুল মোকাররমে ১৯৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:০৭, ৭ ডিসেম্বর ২০২৫
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। ছবি: সংগৃহীত
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও সার্বিক আধুনিকায়নের জন্য ১৯৯ কোটি টাকার একটি বৃহৎ উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
উপদেষ্টা জানান, জাতীয় মসজিদের উন্নয়নের ইতিহাসে এটি অন্যতম বৃহৎ উদ্যোগ। প্রকল্পের আওতায় মসজিদের মূল স্থাপত্য অক্ষুণ্ণ রেখে অভ্যন্তরীণ সৌন্দর্যবর্ধন, আধুনিক স্যানিটেশন ব্যবস্থা, বহিরাঙ্গণে আচ্ছাদিত স্থাপনা, নতুন অফিস ভবন ও মিনার নির্মাণ করা হবে। ইতোমধ্যে প্রকল্পের অর্থায়নের অনুমোদন পাওয়া গেছে।
তিনি বলেন, “যথাশিগগিরই প্রকল্পের কাজ শুরু করতে পারব, ইনশাল্লাহ। সরকার মসজিদে ইবাদতের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ কাজে সবার সহযোগিতা ও পরামর্শ আমাদের প্রয়োজন।”
এ ছাড়াও মসজিদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্যানিটেশন ব্যবস্থায় মুসল্লিদের দায়িত্বশীল আচরণের গুরুত্ব তুলে ধরেন উপদেষ্টা।
তিনি আরও বলেন, “যত্রতত্র আবর্জনা না ফেলা, ওজুখানা ও টয়লেট সঠিকভাবে ব্যবহার করা প্রত্যেকের দায়িত্ব। আমরা সবাই মিলে পবিত্রতার পরিবেশ বজায় রাখব।”
