২ লাখ ছাড়াল প্রবাসী ভোটার নিবন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৩৯, ৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৪:৪৭, ৭ ডিসেম্বর ২০২৫
সকাল ১০টা পর্যন্ত ২ লাখ ২৪ হাজার ৮২২ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। ছবি: সংগৃহীত
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন বাংলাদেশি প্রবাসীরা। আজ রবিবার (৭ ডিসেম্বর) নিবন্ধন ২ লাখ ছাড়িয়েছে।
সকাল ১০টা পর্যন্ত ২ লাখ ২৪ হাজার ৮২২ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ২ লাখ ৪ হাজার ৬৬১ জন পুরুষ ভোটার ও ২০ হাজার ১৬১ জন নারী ভোটার।
দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে রয়েছে- সৌদি আরবে ৫১ হাজার ৫৭২ জন, যুক্তরাষ্ট্রে ১৯ হাজার ৫৭৮ জন, কাতারে ১৩ হাজার ৮৯ জন, সংযুক্ত আরব আমিরাতে ১২ হাজার ৪৯২ জন, মালয়েশিয়ায় ১২ হাজার ১১৬ জন, সিঙ্গাপুরে ১২ হাজার ১০৬ জন, যুক্তরাজ্যে ১১ হাজার ১৯৬ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৫১০ জন, কানাডায় ৯ হাজার ২৬৯ জন, ওমানে ৮ হাজার ৭০৭ জন, অস্ট্রেলিয়ায় ৭ হাজার ৯২৩ জন, ইতালিতে ৭ হাজার ৬০৭ জন এবং জাপানে ৬ হাজার ৯৬৯ জন।
এবার নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য তারা একই অ্যাপে নির্বাচনি তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। বিস্তারিত জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) ভিজিট করতে বলা হয়েছে।
আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে।
ইসি জানায়, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে প্রবাসী ভোটারকে অবশ্যই যে দেশ থেকে ভোট দেবেন সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।
