প্রবাসী ভোটার: কোন দেশে কত নিবন্ধন দেখে নিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:২১, ৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৩৬, ৬ ডিসেম্বর ২০২৫
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৯৪২ জন বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। গ্রাফিক্স: সমাজকাল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৯৪২ জন বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৭৫ হাজার ৯৬৫ ও নারী ১৮ হাজার ৯৭৭ জন।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেল চারটা পর্যন্ত ইসির ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এই তথ্য পাওয়া গেছে।
দেশগুলোর মধ্যে সর্বাধিক নিবন্ধন করেছেন সৌদি আরবে ৩৮ হাজার ২৬৯ জন এবং যুক্তরাষ্ট্রের ১৯ হাজার ২৭১ জন প্রবাসী।
আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে ইসি।
নিবন্ধনের শীর্ষে সৌদি আরব
দেশগুলোর মধ্যে সর্বাধিক নিবন্ধন করেছেন সৌদি আরবে ও যুক্তরাষ্ট্র প্রবাসীরা। এর মধ্যে সৌদি আরবে ৩৮,৫৩৩ ও যুক্তরাষ্ট্রে ১৯,২৭৫ জন।
এরপর সিঙ্গাপুর ১১,১৬৭, মালয়েশিয়া ১০,৭৪৮, যুক্তরাজ্য ১০,২৮৫, সংযুক্ত আরব আমিরাত ১০,১৩১, কাতার ৯,৫৪০, দক্ষিণ কোরিয়া ৯,৪৬৯, কানাডা ৯,১৩৭, অস্ট্রেলিয়া ৭,৮২২, ওমান ৭,৩৭১, জাপান ৬,৯২৭ ও ইতালির ৬,৮১৯ জন প্রবাসী নিবন্ধন করেছেন।
এরপর ১০ দেশ
দক্ষিণ আফ্রিকা ৪,৭৯১, মালদ্বীপ ৩,৯১৬, ফ্রান্স ৩,৩৯৫, কুয়েত ৩,২৬৩, পর্তুগাল ৩,১১৫, জার্মানি ২,৫৭১, চীন ১,৮৭৬, বাহরাইন ১,৭৩৩, স্পেন ১,৩৫৮ ও পোল্যান্ডের ১,০৩৭ জন প্রবাসী নিবন্ধন করেছেন।
শ’র ঘরে ২৫ দেশ
ফিনল্যান্ড ৮৭৭, মিশর ৮৩৬, নিউজিল্যান্ড ৭৬২, মরিশাস ৬২৪, সুইডেন ৫৯৯, আয়ারল্যান্ড ৫৬৩, মোজাম্বিক ৫৪৪, লিবিয়া ৪৮৬, রোমানিয়া ৪২০, ডেনমার্ক ৪১৫, ব্রুনাই ৩৯৩, ব্রাজিল ৩৫৫, তুরস্ক ৩৪৮, গ্রীস ২৭৭, হংকং ২৪৭, সাইপ্রাস ২৪৩, নেদারল্যান্ডস ২৪০, অস্ট্রিয়া ১৭৮, বেলজিয়াম ১৬২, কিরগিজস্তান ১৪১, মাল্টা ১৪১, রাশিয়া ১৩১, ক্রোয়েশিয়া ১২১, সুইজারল্যান্ড ১০৩ ও লিথুয়ানিয়ার ১০০ জন ভোটার হতে নিবন্ধন করেছেন।
দশের ঘরে ৩৬ দেশ
ইরাক ৯৩, হাঙ্গেরি ৭৬, লেবানন ৭৫, চেক প্রজাতন্ত্র ৭৪, জর্ডান ৭৩, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ৬৯, নরওয়ে ৬১, উগান্ডা ৫৭, নাইজেরিয়া ৫২, ইথিওপিয়া ৪৪, বতসোয়ানা ৪০, লাইবেরিয়া ৪০, ক ম্বোডিয়া ৩৬, ভারত ৩৫, পাপুয়া নিউ গিনি ৩৩, সার্বিয়া ৩২, থাইল্যান্ড ৩১, বুলগেরিয়া ২৯, কেনিয়া ২৮, অ্যাঙ্গোলা ২২, আর্জেন্টিনা ২১, রুয়ান্ডা ২০, এস্তোনিয়া ১৯, মেক্সিকো ১৯, পাকিস্তান ১৭, তানজানিয়া ১৭, সোমালিয়া ১৬, আলজেরিয়া ১৪, ইন্দোনেশিয়া ১৪, ঘানা ১৩, ফিলিপাইন ১২, আজারবাইজান ১১, লাক্সেমবার্গ ১১, দক্ষিণ সুদান ১১, আলবানিয়া ১০ ও স্লোভেনিয়ার ১০ জন প্রবাসী ভোটার হতে নিবন্ধন করেছেন।
সর্বনিম্ন নিবন্ধন ৯ দেশে
সবচেয়ে কম প্রবাসী ভোটার হতে নিবন্ধন করেছেন ৯ দেশ থেকে। এসব দেশের ১ জন করে প্রবাসী নিবন্ধন করেছেন। দেশগুলো হল- আফগানিস্তান, ভূটান, ক্যামেরুন, কলম্বিয়া, গিয়ানা, মলডোভা, নাইজার, পূর্ব তিমুর ও জিম্বাবুয়ে।
এ ছাড়া ইরান ৯, মরক্কো ৯, ভিয়েতনাম ৭, চিলি ৬, গিনি ৬, বেলারুস ৫, উত্তর ম্যাসেডোনিয়া ৫, মঙ্গোলিয়া ৫, ত্রিনিদাদ ও টোবাগো ৫, উজবেকিস্তান ৫, জর্জিয়া ৪, জ্যামাইকা ৪, মায়ানমার ৪, সিয়েরা লিওন ৪, আর্মেনিয়া ৩, শ্রীলঙ্কা ৩, পেরু ৩, জাম্বিয়া ৩, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ২, ইকুয়েডর ২, গাম্বিয়া ২, লাটভিয়া ২, নেপাল ২, সুদান ২ ও স্লোভাকিয়ার ২ জন প্রবাসী নিবন্ধন করেছেন।
