বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছি: শিল্প উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০০:২৩, ৬ ডিসেম্বর ২০২৫
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: সংগৃহীত
সরকার দেশের বন্ধ কারখানাগুলো চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
তিনি বলেছেন, গত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের অনেক কলকারখানা, বিশেষ করে চিনিকলগুলো একে একে বন্ধ হয়ে গেছে। আমরা সেগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে কিছু মিল আবার চালু করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে এশিয়ার অন্যতম প্রাচীন ও দেশের বৃহত্তম সরকারি চিনিকল চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডে ২০২৫–২৬ মৌসুমের ৮৮তম আখ মাড়াই উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আদিলুর রহমান খান বলেন, চিনিকলটির আধুনিকায়ন ও যন্ত্রপাতি প্রতিস্থাপনসংক্রান্ত বিএমআরআই প্রকল্প দ্রুত সময়ের মধ্যেই শুরু হবে। আমি আশা করেছিলাম আজই বিএমআরআই চালু হবে। পরে জানলাম কিছু কাজ এখনো বাকি। তবে আমাকে আশ্বস্ত করা হয়েছে—খুব দ্রুতই এটি কার্যক্রমে ফিরবে। আমরা পুরো প্রকল্পটি দ্রুতই চালু করবো।
