এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০০:১০, ৬ ডিসেম্বর ২০২৫
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব। গ্রাফিক্স: সমাজকাল
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে জনগণ ও গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।
তিনি বলেছেন, এখন পর্যন্ত তফশিল ঘোষণা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেউ যদি তারিখ জানিয়ে দিচ্ছে, তা নিজের অনুমান বা দায়বদ্ধতায় বলা হচ্ছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি।
ইসির তথ্য অনুযায়ি, আগামী সংসদ নির্বাচনের তফশিল নিয়ে ইসি আগামী রবিবার একটি আনুষ্ঠানিক বৈঠক করবে। এছাড়া তফশিল ঘোষণার বিষয়ে আলোচনা করার জন্য ইসি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের আবেদন করেছে। রাষ্ট্রপতি ইসির চিঠির জবাবে ১০ ডিসেম্বর দুপুর ১২টায় সাক্ষাতের দিন ঠিক করেছেন।
