শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

| ১৫ অগ্রাহায়ণ ১৪৩২

প্রবাসী ভোটার নিবন্ধন ৭২ হাজার : কোন দেশে কত ভোটার  

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৪৬, ২৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৭:১৪, ২৮ নভেম্বর ২০২৫

প্রবাসী ভোটার  নিবন্ধন ৭২ হাজার :  কোন দেশে কত ভোটার  

নির্বাচন কমিশনের (ইসি)। গ্রাফিক্স : সমাজকাল

আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ৭২ হাজার ৩৭৮ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৬০ হাজার ৯৩৫ জন পুরুষ ভোটার। ১১ হাজার ৪৪৩ জন নারী ভোটার। তাদের মধ্যে ভোটার হিসেবে অনুমোদিত হয়েছেন ৭২ হাজার ২৭৫ জন ও অনুমোদনের অপেক্ষায় আছেন ১০৩ জন। 

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য পাওয়া গেছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।

সর্বোচ্চ ভোটার যুক্তরাষ্ট্রে
ইসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দেশভিত্তিক হিসাবে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ  ১৪ হাজার ৫৪২ জন প্রবাসী ভোটারের জন্য নিবন্ধন করেছেন। 
এরপর দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৯৬, কানাডায় ৭ হাজার ১৯৬, জাপানে ৬ হাজার ৪৯৩, অস্ট্রেলিয়ায় ৬ হাজার ২৭৯ এবং দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ৫০৭, সিঙ্গাপুর ৩ হাজার ৯৪৭, যুক্তরাজ্য ২ হাজার ৮১৫, ইতালি ২,০৯৮, চীন ১,৭৯০, জার্মানি ১,১৯২, পর্তুগাল ১,১৫৮, ফ্রান্স ১,০৯৪, মালদ্বীপ ১,০৮৮, সৌদি আরব ১,০৬০ জন ভোটারের জন্য নিবন্ধন করেছেন।

দ্বিতীয় সারিতে ১৯ দেশ 
মিশর ৮০৩, নিউজিল্যান্ড ৬৬৮, মোজাম্বিক ৫২৫, মরিশাস ৫১৯, স্পেন ৪৯৫, লিবিয়া ৪৩৫, পোল্যান্ড ৪২০, সংযুক্ত আরব আমিরাত ৩৩৩, ব্রাজিল ৩২২, ফিনল্যান্ড ২৯০, হংকং ২৩৮, কাতার ২১৫, সুইডেন ১৯৫, আয়ারল্যান্ড ১৮২, ডেনমার্ক ১৭১, তুরস্ক ১৪৬, ওমান ১৪২, রোমানিয়া ১২৩, গ্রীসে ১১৪ জন নিবন্ধন করেছেন। 

তৃতীয় সারিতে ৩৭ দেশ 
বাহরাইন ৮৯, সাইপ্রাস ৮৯, কিরগিজস্তান ৮৩, বেলজিয়াম ৭৬,  ব্রুনাই ৬৯, মালয়েশিয়া ৬৫, অস্ট্রিয়া ৬৪, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ৬৩, কুয়েত ৬৩, মাল্টা ৫৮, উগান্ডা ৫৩, নাইজেরিয়া ৪৯, ইথিওপিয়া ৪৪, নরওয়ে ৪৩, ক্রোয়েশিয়া ৪১, ইরাক ৪১, লাইবেরিয়া ৪০, লিথুয়ানিয়া ৪০, বতসোয়ানা ৩৯, চেক প্রজাতন্ত্র ৩৮, জর্ডান ৩৫, হাঙ্গেরি ৩১, কেনিয়া ২৬, লেবানন ২৬, সুইজারল্যান্ড ২৪, অ্যাঙ্গোলা ২২, রুয়ান্ডা ১৯, কম্বোডিয়া ১৮, আর্জেন্টিনা ১৭, মেক্সিকো ১৭, তানজানিয়া ১৭, আলজেরিয়া ১৪, পাপুয়া নিউ গিনি ১৪, সোমালিয়া ১২, এস্তোনিয়া ১১, ঘানা ১১ ও দক্ষিণ সুদানে ১০ জন প্রবাসী ভোটারের  নিবন্ধন করেছেন। 

৯-২ জন করে ভোটার ২৯ দেশে 
মরক্কো ৯ থাইল্যান্ড ৯ তাইওয়ান ৯ বুলগেরিয়া ৮ ইন্দোনেশিয়া ৭ পাকিস্তান ৭ চিলি ৬ গিনি ৬ ফিলিপাইন ৬ ভিয়েতনাম ৬ আজারবাইজান ৪ লাক্সেমবার্গ ৪ সার্বিয়া ৪ স্লোভেনিয়া ৪ ত্রিনিদাদ ও টোবাগো ৪ আলবানিয়া ৩ ভারত ৩ জ্যামাইকা ৩ উত্তর ম্যাসেডোনিয়া ৩ সিয়েরা লিওন ৩ আর্মেনিয়া ২ বেলারুস ২ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ২ ইকুয়েডর ২ গাম্বিয়া ২ শ্রীলঙ্কা ২ লাটভিয়া ২ মায়ানমার ২ সুদান ২ 

১ জন করে ভোটার ৯ দেশে
এছাড়া ক্যামেরুন, কলম্বিয়া, ইরান, মঙ্গোলিয়া, নাইজার, নেপাল, পেরু, জাম্বিয়া, জিম্বাবুয়ে, 

শূণ্য ভোটার ৩৮ দেশে
এ ছাড়া আফগানিস্তান, বসনিয়া ও হার্জেগোভিনা, বলিভিয়া, বাহামাস, ভূটান, কঙ্গো, কোস্টা রিকা, কিউবা, ডমিনিকান প্রজাতন্ত্র, ইরিত্রিয়া, জর্জিয়া, গুয়াতেমালা, গিয়ানা, হন্ডুরাস, হাইতি, উত্তর কোরিয়া, লাওস, মোনাকো, মলডোভা, মন্টিনিগ্রো, মালি, মৌরিতানিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, পানামা, প্যারাগুয়ে, স্লোভাকিয়া, সেনেগাল, সিরিয়া, চাদ, তাজিকিস্তান, পূর্ব তিমুর, তুর্কমেনিস্তান, তিউনিসিয়া, ইউক্রেন, উরুগুয়ে, উজবেকিস্তান, ভ্যাটিকান সিটি, ভেনেজুয়েলা থেকে এখনও কোন প্রবাসী ভোটার হননি। 

স্থগিত অ্যাপ আজকের মধ্যে চালুর আশা

এদিকে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ঠিকানা ভুল ও অসম্পূর্ণ তথ্যের কারণে সৌদি আরবসহ সাতটি দেশে বৃহস্পতিবার থেকে ভোটার নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে। ইসি আশা করছে, আজ আবার এই দেশগুলোয় তা চালু হবে।

গতকাল বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং ওসিভি ও এসডিআই প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান সাংবাদিকদের জানান, গত বুধবার রাত আড়াইটার দিকে দেখা যায়, সৌদি আরবসহ সাতটি দেশের প্রবাসী ভোটাররা সঠিকভাবে ঠিকানা ইনপুট দিতে পারছেন না। ব্যালট পেপার পৌঁছাতে হলে ঠিকানা অবশ্যই ইংরেজিতে এবং পূর্ণ পোস্ট কোডসহ দেওয়া আবশ্যক। অনেকেই ম্যান্ডেটরি ফিল্ডে ভুল বা অসম্পূর্ণ তথ্য দিচ্ছিলেন। তাই নিবন্ধনপ্রক্রিয়া অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। এরপর দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের এবং অন্যান্য চ্যানেলের মাধ্যমে সঠিক ঠিকানা পূরণের বিষয়ে জানাবেন তাঁরা।

কিভাবে ও কতদিন পর্যন্ত নিবন্ধন

পের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনপ্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য ২৭ নভেম্বর উন্মুক্ত করে দেয় ইসি। এ বিষয়ে বুধবার রাতে দেওয়া ইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় ২৭ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে আগামী ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনপ্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত থাকবে।

এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ১৮ নভেম্বর অ্যাপ উদ্বোধনের পর প্রবাসীদের আটটি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলকে পাঁচ দিনের নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে নিবন্ধনের ব্যবস্থা ছিল। তবে পরে সেই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন।

আখতার আহমেদ আরও বলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটদানের ব্যবস্থা দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ ছাড়া নির্বাচনপ্রক্রিয়ায় অংশ নেওয়া সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্যও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রক্রিয়া চালু করা হয়েছে। এতে প্রায় ১০ লাখ ভোটার সুবিধা পাবেন।

নিবন্ধন করতে পারছেন ১৪৮ দেশের প্রবাসীরা
 
১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন, সেই দেশের মুঠোফোন নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশাবলি দেখতে পারবেন। বিদেশে ব্যালটপ্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা প্রদান অপরিহার্য।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার অবস্থা বিদেশ নেওয়ার মতো স্থিতিশীল নয় : ফখরুল
তারেক রহমানের ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল থেকে অনলাইন ক্লাস শুরু
ব্যবসায়ীদের কমফোর্ট জোন দিতে ব্যর্থ রাজনীতি: জামায়াত আমির
অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি
ই-রিটার্নে রেকর্ড: ২০ লাখের বেশি রিটার্ন দাখিল
খেলাপি ঋণ সংকট কাটাতে ১০ বছর লাগবে: গভর্নর
ফ্লাই করার মতো অবস্থায় নেই খালেদা জিয়া—এভারকেয়ার থেকে জানালেন মান্না
এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার অনুরোধ বিএনপির
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নিতে এয়ারঅ্যাম্বুলেন্স প্রস্তুত
খালেদা জিয়াকে নিয়ে মুশফিকুলের আবেগঘণ স্মৃতিচারণ ‘আমার ব্যক্তিগত ঋণ’
‘লুটপাটকারীদের শাস্তি দিন, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না’ — মির্জা ফখরুল
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় রাষ্ট্রপতির গভীর উদ্বেগ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপদেষ্টার পরিষদের সভায় দোয়া
তফসিল কবে জানালেন সিইসি নাসির উদ্দিন
দুটি বিতর্কিত অভিযানের পর র‍্যাব-১৫–এ ‘গণবদলি’
বেগম জিয়া গণতান্ত্রিক সংগ্রামের অনন্য অনুপ্রেরণা: নাহিদ ইসলামের বিবৃতি
দেশে ফেরার বিষয়ে কথা বললেন তারেক রহমান