স্বাধীন ‘অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কমিশন’ গঠনের দাবি প্রশাসন ক্যাডারের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৩২, ২৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৩:৪৪, ২৮ নভেম্বর ২০২৫
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ)। ছবি: সংগৃহীত
পুলিশ কমিশনের আদলে একটি স্বাধীন ‘অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কমিশন’ গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ)।
শুক্রবার (২৮ নভেম্বর) অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম ও মহাসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ দাবি তুলে ধরা হয়।
বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকার পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে ‘পুলিশ কমিশন’ গঠনের যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, প্রশাসন ক্যাডারের পক্ষ থেকে তা স্বাগত জানানো হচ্ছে। একইসঙ্গে দেশের সামগ্রিক প্রশাসন ব্যবস্থার দক্ষতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে প্রশাসনের জন্যও এমন একটি স্বাধীন কমিশন গঠন জরুরি হয়ে পড়েছে।
অ্যাসোসিয়েশন বলছে, প্রশাসনের বিভিন্ন স্তরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে আসা প্রশাসন ক্যাডারের বহু কর্মকর্তা অতীত সরকারগুলোর রাজনৈতিক প্রভাব ও অযাচিত হস্তক্ষেপের কারণে পেশাদারিত্ব হারিয়েছেন, যা প্রশাসনের নিরপেক্ষতা ও জনবিশ্বাসকেও ক্ষতিগ্রস্ত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর মতো বাংলাদেশেও একটি আধুনিক, নিরপেক্ষ ও দক্ষ প্রশাসনিক কাঠামো গঠন সময়ের দাবি। বর্তমানে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা দায়িত্ব পালনে চাপ, নির্দেশনা ও প্রভাবের মুখে পড়েন, যা নীতিনিষ্ঠ প্রশাসনিক কার্যক্রমের পথে বড় বাধা।
এ অবস্থায় অ্যাসোসিয়েশন দাবি করছে—স্বাধীন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কমিশন গঠন করা হলে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি, বদলি, শৃঙ্খলামূলক ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিরপেক্ষ সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে। কমিশনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্তির মাধ্যমে একটি সমন্বিত ও পেশাদার ব্যবস্থাপনা কাঠামো গড়ে উঠবে, যা প্রশাসনের দক্ষতা ও জনআস্থাকে আরও সুদৃঢ় করবে।
বিবৃতিতে শেষ পর্যন্ত বলা হয়—রাষ্ট্রের উত্তম প্রশাসন নিশ্চিত করতে প্রশাসনকে অবশ্যই রাজনৈতিক প্রভাব, পক্ষপাত ও অযাচিত হস্তক্ষেপমুক্ত রাখা জরুরি, আর সেই লক্ষ্যে স্বাধীন প্রশাসন কমিশন গঠন আজ সময়ের অনিবার্য দাবি।
