পশ্চিমা চাপ নেই
দিল্লি–ফ্রান্স ইস্যুও স্পষ্ট করলেন পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:০১, ২৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৭:০৩, ২৬ নভেম্বর ২০২৫
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে বাংলাদেশ কোনো চাপ অনুভব করছে না। বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি দেশের সাম্প্রতিক কূটনৈতিক অবস্থান ও বিভিন্ন আলোচিত ইস্যুতে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন।
তৌহিদ হোসেন বলেন, “নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করার জন্য পশ্চিমা দেশগুলোর কোনো চাপ আমরা অনুভব করছি না।” তিনি দাবি করেন, সরকার নিজস্ব সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নে তিনি বলেন, “যদি ভারত পর্যবেক্ষক পাঠাতে চায়, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার নির্বাচন কমিশনের।”
এই অবস্থান দেশটির নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও স্বাধীনতা বজায় রাখার সরকারি অবস্থানকে আরও একবার সামনে আনে।
মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত চেয়ে ভারতের কাছে পাঠানো নোট ভারবালের অগ্রগতি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন—“চিঠির জবাব এখনো আসেনি। কবে আসবে জানি না। এত দ্রুত উত্তর আশা করাও ঠিক নয়।”
তিনি জানান, বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক নোট ভারবাল পাঠানো হয়েছে, তবে বিষয়টি কূটনৈতিক সময়সীমার মধ্যেই আছে।
ফ্রান্স থেকে এয়ারবাস কেনা–না–কেনা এবং তা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের ওপর প্রভাব ফেলবে কি না—এ প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন,“ফ্রান্স থেকে এয়ারবাস কেনা হোক বা না হোক—এর ফলে ইইউর সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। সম্পর্ক স্বাভাবিক ও সুদৃঢ় থাকবে।”
সরকারি ও বাণিজ্যিক সহযোগিতার বহুস্তরীয় কাঠামোর কারণে এ ইস্যুতে কূটনৈতিক টানাপোড়েনের সম্ভাবনা নেই বলেও তিনি উল্লেখ করেন।
