রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

এসপিদের পর এবার ওসিদেরও লটারিতে বদলি: স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:০৪, ২৬ নভেম্বর ২০২৫

এসপিদের পর এবার ওসিদেরও লটারিতে বদলি: স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবার থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) লটারির মাধ্যমে বিভিন্ন জেলায় বদলি করা হবে। 

বুধবার (২৬ নভেম্বর) এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

রাজধানীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এসপিদের মতোই এবার ওসিদেরও সম্পূর্ণ লটারির মাধ্যমে বদলি করা হবে। এই প্রক্রিয়ায় মেধাবী বা যোগ্য কোনো কর্মকর্তা বাদ পড়েননি। নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা ব্যবস্থায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতেই এই উদ্যোগ।”

এর আগে ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ৬৪ জেলার এসপিদের লটারির মাধ্যমে রদবদল করা হয়। নতুন নির্দেশনার ফলে মাঠপর্যায়ের পুলিশ প্রশাসনেও একই প্রক্রিয়া অনুসরণ করতে যাচ্ছে সরকার।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে—এটা অস্বীকার করি না। সমাজ থেকে পুরোপুরি দুর্নীতি দূর করা সম্ভব হয়নি। তবে সরকার দুর্নীতি কমানোর জন্য আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

তিনি আরও যোগ করেন,
“সড়কে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ না হলেও পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে। এ বিষয়ে কঠোর নজরদারি চলছে।”

উপদেষ্টা জানান, নির্বাচনকালীন সময়কে শান্তিপূর্ণ, নিরাপদ ও নিরপেক্ষ রাখতে—লটারির ভিত্তিতে পদায়ন হওয়ায় রাজনৈতিক প্রভাব খাটানোর সুযোগ কমবে। থানা পর্যায়ে নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের জন্য বিশেষ ব্রিফিং থাকবে। অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, “যে কাউকে আইনের আওতায় আনা হবে। নির্বাচনসংশ্লিষ্ট কোনো অনিয়ম বা সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।”

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
আজ নোয়াখালী মুক্ত দিবস
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ
‘মিনেসোটা প্রোটোকল’ মেনে শুরু জুলাই শহীদদের শনাক্তকরণ
বইয়ের জ্ঞান খেলাপিদের কাছে হার মানল: উপদেষ্টা ওয়াহিদউদ্দিন
এভারকেয়ারে জোবাইদা, চলছে মেডিকেল বোর্ডের সভা
স্কুলিং মডেল বাতিলের দাবিতে শাহবাগ অবরোধ শিক্ষার্থীদের
বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল