সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণে ফ্রান্সের সহযোগিতা চান ফয়েজ আহমদ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৩৭, ২৫ নভেম্বর ২০২৫

ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণে ফ্রান্সের সহযোগিতা চান ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সাথে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলের বৈঠক। ছবি: সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণসহ সামগ্রিক ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহায়তা চেয়েছেন। মঙ্গলবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দপ্তরে তাঁর সঙ্গে বৈঠকে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে।

বৈঠকে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বাংলাদেশ দ্রুতগতিতে সাইবার নিরাপত্তা আইন, ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন, ডিজিটাল নাগরিক পরিচয়, এবং ই-পেমেন্ট সিস্টেমসহ প্রযুক্তিনির্ভর প্রশাসনিক কাঠামো তৈরি করছে। পাশাপাশি এস্তোনিয়ার সহায়তায় ডিজিটাল ইকোসিস্টেম ও ডাটা ইন্টারঅপারেবিলিটি—এই দুই ক্ষেত্রেই বড় ধরনের অগ্রগতি অর্জনের কাজ চলছে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে ভুল তথ্য ও মিথ্যা প্রচারণা দমনে জাতীয় কাঠামো তৈরির কাজ এগোচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সংস্থা একযোগে কাজ চালাচ্ছে। এ প্রেক্ষাপটে দেশের ফ্যাক্ট-চেকারদের অ্যাডভান্সড লেভেলের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি, এবং এ ক্ষেত্রে ফ্রান্সের সহযোগিতা প্রয়োজন।

ডিজিটাল জনসেবা ও নিরাপত্তা কাঠামো উন্নত করতে স্যাটেলাইট ইমেজ ব্যবহার, গবেষণা সক্ষমতা ও প্রযুক্তি নির্ভর সেবা উন্নয়নেও ফ্রান্সের সহায়তা প্রত্যাশার কথা উল্লেখ করেন তিনি।

ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে বলেন, বাংলাদেশ ও ফ্রান্স গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী দেশ। বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফ্রান্সের ভূ-রাজনৈতিক ভূমিকার কারণে বাংলাদেশ তাদের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

তিনি জানান, ফরাসি বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং স্কুলগুলো সরকারি ভর্তুকিতে পরিচালিত, ফলে শিক্ষার ব্যয় তুলনামূলক কম—যা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ। পাশাপাশি ফ্রান্সের স্পেস এজেন্সি ও গবেষণা প্রতিষ্ঠানগুলো বিনা খরচে ইমেজারি ও একাডেমিক সহায়তা দিতে আগ্রহী।

বৈঠকে দুই দেশের মধ্যে ডিজিটাল সহযোগিতা, সাইবার নিরাপত্তা, টেলিযোগাযোগ খাতের অগ্রগতি, এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। উভয় পক্ষই ডিজিটাল সেক্টরে আরও ঘনিষ্ঠ সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।

বৈঠকে ফরাসি দূতাবাসের অর্থনৈতিক কাউন্সিলর জুলিয়ান ডিইউর উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু