ভূমিকম্পে আগাম সতর্কতা অ্যাপ চালুর চিন্তা করছে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৫৬, ২৩ নভেম্বর ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ছবি: সংগৃহীত
সরকার ভূমিকম্পে আগাম সতর্কতা অ্যাপ চালুর চিন্তা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভূমিকম্প আগাম শনাক্তের নির্ভরযোগ্য প্রযুক্তি এখনো বিশ্বে নেই। তবে কিছু দেশে ১০ সেকেন্ড আগেই সতর্কবার্তা পাঠানো যায় এমন অ্যাপ আছে। আমাদের দেশেও এ ধরনের আগাম সতর্কতামূলক অ্যাপ চালুর বিষয়ে চিন্তাভাবনা চলছে।
তিনি আরও বলেন, নগর এলাকায় খোলা জায়গার ঘাটতি এবং জলাশয় ভরাট করে নির্মাণকাজ বাড়ায় ভূমিকম্প-ঝুঁকি আরও বেড়েছে। এজন্য ভবন নির্মাণে বিল্ডিং কোড কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্ব দেন তিনি।
সাম্প্রতিক অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “ফায়ার সার্ভিস সাম্প্রতিক ঘটনাগুলোতে দক্ষতার প্রমাণ দিয়েছে। তবে বড় ধরনের ভূমিকম্প হলে সবার সমন্বিত কাজ ছাড়া পরিস্থিতি সামলানো কঠিন হবে।”
তিনি জানান, ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির কাজ অব্যাহত আছে।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
