নির্বাচনের আগে আইনশৃঙ্খলা অবনতির ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৪৬, ২৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৪:৫৫, ২৩ নভেম্বর ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ছবি: সংগৃহীত
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার সময় পরিস্থিতি অবনতির দিকে ছিল। গত দেড় বছরে ধারাবাহিক প্রচেষ্টায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। নির্বাচনের সময় ঘনিয়ে এলেও কোনো ধরনের বড় অবনতির সম্ভাবনা নেই।”
নির্বাচন ঘনিয়ে এলে রাজনৈতিক দলগুলোর মিছিল-সমাবেশ বাড়বে—এটি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার অংশ- বলেও মন্তব্য করেন তিনি।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
