কে হবেন তত্ত্বাবধায়ক সরকারপ্রধান, কী আছে রায়ে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:২২, ২০ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৩:২০, ২১ নভেম্বর ২০২৫
দেশের সর্বোচ্চ আদালত ভবন / ফাইল ছবি
১৪ বছর আগে আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত দিয়েছে সর্বোচ্চ আদালত। এর মধ্য দিয়ে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারকের পূর্ণাঙ্গ আপিল বিভাগ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করে।
রায় ঘোষণার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—কে হবেন তত্ত্বাবধায়ক সরকারপ্রধান? এ বিষয়ে কী নতুন কিছু বলা হয়েছে রায়ে? নাকি সরকারপ্রধান প্রশ্নে আগের রায়ই বহাল থাকবে?
এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, “এখন তত্ত্বাবধায়ক সরকারের যে ফরমেশন আছে, সেখানে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিসই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। কিন্তু এটা বর্তমানে কার্যকর হচ্ছে না।’’
এই আইনজীবী আরও বলেন, “আপনারা ইতিমধ্যে জানেন যে জুলাই চার্টারে যেটাকে গণভোটে পাঠানো হচ্ছে, সেখানে চারটি অপশন দেওয়া হয়েছে। এই চারটি অপশন যদি গণভোটে একসেপ্টেড হয়, তাহলে নতুন পার্লামেন্টে, সংবিধান সংস্কার সভায় যদি এটা গৃহীত হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ফরমেটে আমূল পরিবর্তন আসতে পারে।”
এটা জুলাই সনদ গণভোটে গৃহীত হল কিনা, তার ওপর পরিবর্তন নির্ভর করবে জানিয়ে তিনি বলেন, “একসেপ্ট হওয়ার পরে সংবিধান সংস্কার সভা ওই ফরমেটটাকে গ্রহণ করল কিনা… যদি গ্রহণ করে তাহলে বর্তমান ফরমেট সেখানে চতুর্থ অপশন হিসেবে আছে, প্রথম অপশন হিসেবে নাই।”
রাষ্ট্রের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, “তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রায় হয়েছে, উনারা অ্যাপিলেট ডিভিশন আগে যে জাজমেন্ট দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, বাই মেজরিটি, সেই রায়টা উনারা সর্বসম্মতিক্রমে বাতিল করেছেন।”
তিনি বলেন, “উনারা এটাকে প্রস্পেক্টিভ ইফেক্ট দিয়েছেন। অর্থাৎ আগামী সংসদ ডিজলভ হওয়ার পর থেকে এই রায় কার্যকর হবে। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলো।”
অ্যাটর্নি জেনারেল বলেন, “যদি পরের নির্বাচনে এটা হয়, তাহলে তো ওই যে ৫৮(গ) তিন অনুসারে প্রধান বিচারপতি তত্ত্বাবধায়কের প্রধান হবে। মানে জুলাই সনদে কিন্তু আবার ওই রকম আয়োজন করা হয়েছে। পুরা জাজমেন্ট এলে তখন আমরা ডিটেইলসটা পাব।”
