চট্টগ্রামে হচ্ছে বিশ্বমানের কনটেইনার টার্মিনাল, বছরে ৮ লাখ কনটেইনার ধারণক্ষমতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:২০, ১২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৬:৪৯, ১২ নভেম্বর ২০২৫
চট্টগ্রামের লালদিয়ায় বিশ্বমানের কনটেইনার টার্মিনাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে গড়ে উঠছে দেশের ইতিহাসে সবচেয়ে আধুনিক ও বৃহত্তম কনটেইনার টার্মিনাল। লালদিয়া এলাকায় এই বিশ্বমানের টার্মিনাল নির্মাণ করবে ডেনমার্কের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোম্পানি এপিএম টার্মিনালস। প্রকল্পটি বাস্তবায়িত হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে।
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানান।
তিনি বলেন, “লালদিয়ায় নির্মিতব্য এই টার্মিনালে বছরে ৮ লাখ কনটেইনার সংরক্ষণ করা যাবে। এটি হবে একটি বিশ্বমানের অবকাঠামো, যেখানে দ্বিগুণ জাহাজ ভিড়তে পারবে। এতে বর্তমান কর্মক্ষমতা অন্তত ৪০ শতাংশ বৃদ্ধি পাবে।”
বিডা চেয়ারম্যান আরও জানান, প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৭০০ কোটি টাকা। তিন বছরের মধ্যেই এর অবকাঠামো নির্মাণ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের বাণিজ্য প্রবাহে এক বিপ্লব ঘটবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। নতুন টার্মিনাল চালু হলে শুধু চট্টগ্রাম বন্দর নয়, পুরো দক্ষিণ এশিয়ার সামুদ্রিক বাণিজ্যে বাংলাদেশ আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
সরকারি সূত্র জানায়, প্রকল্পটি শেষ হলে আমদানি-রপ্তানি কার্যক্রম দ্রুততর হবে, জাহাজের টার্নঅ্যারাউন্ড টাইম কমবে এবং বন্দর ব্যবস্থাপনা হবে আরও ডিজিটাল ও স্বয়ংক্রিয়।
