আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ইসির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:২২, ১১ নভেম্বর ২০২৫
বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। গ্রাফিক্স : সমাজকাল
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এবার থেকে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা পেয়েছে কমিশন। সোমবার (১০ নভেম্বর) রাতে ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
নতুন বিধিমালায় বলা হয়েছে,
গুরুতর অপরাধে প্রার্থিতা বাতিল করা যাবে।
সাধারণ বিধি লঙ্ঘনে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড ও ১.৫ লাখ টাকা জরিমানা করা হবে।
দলের পক্ষ থেকেও একই অঙ্কের অর্থদণ্ড দিতে হতে পারে।
প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারের অনুমতি দেওয়া হলেও সেটি হবে সম্পূর্ণ নিয়ন্ত্রিত।প্রার্থী, এজেন্ট বা দলকে তাদের ফেসবুক/ইউটিউব/এক্স/ই-মেইল আইডিসহ সব শনাক্তকরণ তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কোনো বানোয়াট কনটেন্ট, চেহারা বিকৃতি, ভুল তথ্য প্রচার, বা বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া অপরাধ বলে গণ্য হবে। নারী, সংখ্যালঘু বা প্রতিপক্ষকে আক্রমণাত্মক ভাষা ব্যবহারে নিষেধাজ্ঞা।ধর্মীয় বা জাতিগত অনুভূতির অপব্যবহারও কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
প্রচারণায় নতুন নিষেধাজ্ঞা
মিছিল, শোডাউন, মশাল মিছিল করা যাবে না।
২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করা যাবে না (সর্বোচ্চ আকার ১৬x৯ ফুট)।
পোস্টার নিষিদ্ধ, শুধুমাত্র পরিবেশবান্ধব ব্যানার অনুমোদিত।
পিভিসি, পলিথিন, রেকসিন জাতীয় সামগ্রী নিষিদ্ধ।
ড্রোন বা কোয়াডকপ্টার ব্যবহার করা যাবে না।
শব্দের মাত্রা রাখতে হবে ৬০ ডেসিবেলের মধ্যে।
বিদ্যুতের আলোয় আলোকসজ্জা নিষিদ্ধ, তবে ডিজিটাল বিলবোর্ডে সীমিত আলোক ব্যবহার করা যাবে।
গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রচারে নিষেধাজ্ঞা
প্রার্থীর পক্ষে প্রচারে নামতে পারবেন না —
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা,
সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
গণমাধ্যমের সহযোগিতায় সব প্রার্থীর জন্য এক মঞ্চে ইশতেহার ঘোষণার ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে ইসি। প্রতিটি আসনের রিটার্নিং কর্মকর্তা স্থানীয়ভাবে প্রার্থীদের ইশতেহার পাঠ করার দিন নির্ধারণ করবেন।
নতুন গেজেটে প্রচারের সময় পরিবেশ সংরক্ষণের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার, নির্দিষ্ট শব্দসীমা, এবং দূষণমুক্ত প্রচারাভিযান নিশ্চিত করতে হবে।
