বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:৫০, ১০ নভেম্বর ২০২৫
সোমবার নৌবাহিনী জাহাজ ‘বানৌজা অপরাজেয়’-এর উদ্ধার করা বঙ্গোপসাগরে ভাসমান ২৪ জন জেলেসহ মাছ ধরার ট্রলার ‘মদিনা-৬’। ছবি: আইএসপিআর
বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা ও উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১০ নভেম্বর) বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা ২৪ জন জেলেসহ ‘মদিনা-৬’ নামক একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করেছে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা অপরাজেয়’।
আজ সোমবার নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত টহলের সময় মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ২৯ মাইল দক্ষিণে ভাসমান ট্রলারটি র্যাডারে সনাক্ত করে ‘বানৌজা অপরাজেয়’। জাহাজটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখে, ‘মদিনা-৬’ ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসছে এবং ট্রলারে থাকা জেলেরা কোনো যোগাযোগ যন্ত্র না থাকায় বিপদে পড়েছেন।
নৌবাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করেন। উদ্ধার শেষে ২৪ জেলেকে নিরাপদে তুলে এনে তাদেরকে প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। জানা যায়, ট্রলারটি গত ২৯ অক্টোবর কুতুবদিয়া থেকে মাছ ধরতে গভীর সমুদ্রে গিয়েছিল এবং ইঞ্জিন বিকল হয়ে পড়ায় দীর্ঘদিন ধরে ভাসমান অবস্থায় ছিল।
প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেও নৌবাহিনীর সদস্যরা বীরত্ব ও দক্ষতার সঙ্গে ৩৫ মাইল সমুদ্র পথ অতিক্রম করে ট্রলার ও জেলেদের নিরাপদে সুন্দরবন সংলগ্ন হিরণপয়েন্ট এলাকায় নিয়ে আসেন। পরবর্তীতে ট্রলার ও জেলেদের ‘কোস্ট গার্ড পশ্চিম জোন’-এর কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে উদ্ধার হওয়া সব জেলেই সুস্থ রয়েছেন।
