জুলাই সনদ ও গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত আসছে : রিজওয়ানা হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৫২, ১০ নভেম্বর ২০২৫
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত খুব দ্রুতই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিষয়গুলোতে ঐকমত্য হয়নি, সেগুলোর বিষয়ে সরকার এখন নিজের সিদ্ধান্ত নেবে। সাত দিনের সময় শেষ হয়ে গেছে, তাই সরকার অভ্যন্তরীণভাবে আলোচনা করে সর্বোত্তম সমাধান নির্ধারণ করবে।”
উপদেষ্টা আরও বলেন, “সরকার আর সময় নষ্ট করবে না। জনগণের প্রত্যাশা এবং রাজনৈতিক দলগুলোর মতামত বিবেচনায় এনে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের দায়িত্বই হলো অচলাবস্থা কাটানো, তাই প্রয়োজনে সরকার নিজ সিদ্ধান্ত জানাবে।”
সরকার সিদ্ধান্ত আরোপ করছে কি না—এমন প্রশ্নে রিজওয়ানা হাসান বলেন, “সরকারের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে। যদি সরকার সিদ্ধান্ত নিতে না পারত, তবেই বলা যেত এটি আরোপ। এখন সরকারের দায়িত্ব বাস্তবায়ন করা।”
তিনি আরও জানান, “রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে সরকারই দেশের স্বার্থে চূড়ান্ত পদক্ষেপ নেবে। সরকার একটি সম্ভাব্য সমাধান মাথায় রেখে সবার সঙ্গে আলোচনা করছে, খুব শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।”
