উখিয়া বাজারে আগুন: একরাম মার্কেটে আগুনে পুড়ে নিহত ১, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৮:১১, ১০ নভেম্বর ২০২৫
কক্সবাজারের উখিয়া উপজেলা সদরের দক্ষিণ স্টেশনে একরাম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে আগুন লাগলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের বেশ কয়েকটি দোকান ও স্থাপনায়।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এরই মধ্যে মোহাম্মদ আলী (৪৫) নামে এক দোকানির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সাজেদুল ইমরান শাওন।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা সমাজকালকে জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত আরও দুটি এবং কক্সবাজার স্টেশন থেকে একটি ইউনিট এসে যুক্ত হয়। বিকেল পৌনে ৫টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে তিনি জানান।
তিনি আরও বলেন, “আগুনের উৎস এখনো নিশ্চিত করা যায়নি। আগুনে বেশ কিছু দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ আগুন নিয়ন্ত্রণে আসার পর বলা যাবে।”
অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ী মারা গেছেন। নিহতের মরদেহ উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া, অনেক আহত ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন বলে জানান চিকিৎসক ডা. শাওন।
স্থানীয়রা জানান, হঠাৎ এক দোকান থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় আশপাশের দোকানগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকেই প্রাণ বাঁচাতে দৌড়ে বেরিয়ে যান।
ঘটনার সময় পুরো বাজার এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকেও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করা হচ্ছে। আগুন পুরোপুরি নিভে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের উৎস সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা ডলার ত্রিপুরা।
