রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

প্রেস সচিব

আলী রীয়াজ ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছেন—এটি ডাহা মিথ্যা

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৬:৫৮, ৭ নভেম্বর ২০২৫

আলী রীয়াজ ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছেন—এটি ডাহা মিথ্যা

ছবি: নেত্রকোনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়ে গেছেন—এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।’

তিনি বলেন, ‘৯ মাসে ৮৩ কোটি টাকার হিসাব কে দিয়েছে, আমি জানি না। এখন ডাহা মিথ্যা বললে অনেকের জনপ্রিয়তা বাড়ে। তাই জনপ্রিয়তা পেতে অনেকেই মিথ্যাচার করছে।’

শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেত্রকোনা সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রেস সচিব এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, ‘বিদেশে যেভাবে গণমাধ্যমে টকশোর অতিথি নির্বাচন করা হয়—তাদের সত্যবাদিতা ও গ্রহণযোগ্যতা দেখে—বাংলাদেশে চলছে তার উল্টো চিত্র। যারা ডাহা মিথ্যা কথা বলে, তাদেরই টকশোতে ডাকা হয় টিভি ‘গরম’ করার জন্য। এতে মিডিয়ার জনপ্রিয়তা বাড়ে, কিন্তু জনগণ বিভ্রান্ত হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি, মাইলস্টোন, সেন্টমার্টিন, উপদেষ্টাদের নাগরিকত্ব, মন্ত্রণালয়, এমনকি সেনাবাহিনী নিয়েও কত মিথ্যাচার হয়েছে। এসব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

মতবিনিময় সভায় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে একটি বেসরকারি টেলিভিশনে এক টকশোতে সাবেক ছাত্রনেতা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর অভিযোগ করেন, নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে আলী রীয়াজ পালালেন কেন? তিনি বলেন, আসিফ নজরুল বলেছেন রাজনৈতিক দলগুলো আপনারা বসে সিদ্ধান্ত নিয়ে এক সপ্তাহের মধ্যে আসেন। মাঠও নাই পুরোহিতও নাই। এতদিন মাঠ ছিল, পুরোহিত ছিল আলী রীয়াজ ড. ইউনূসের পক্ষে।

এরপর থেকেই বিষয়টি নানা আলোচনায় আসে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত বরাদ্দ ও ব্যয়ের হিসাব দেওয়া হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজ নেত্রকোনায় এই মন্তব্য করেন।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
আজ নোয়াখালী মুক্ত দিবস
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ
‘মিনেসোটা প্রোটোকল’ মেনে শুরু জুলাই শহীদদের শনাক্তকরণ
বইয়ের জ্ঞান খেলাপিদের কাছে হার মানল: উপদেষ্টা ওয়াহিদউদ্দিন
এভারকেয়ারে জোবাইদা, চলছে মেডিকেল বোর্ডের সভা