প্রেস সচিব
আলী রীয়াজ ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছেন—এটি ডাহা মিথ্যা
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৬:৫৮, ৭ নভেম্বর ২০২৫
ছবি: নেত্রকোনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়ে গেছেন—এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।’
তিনি বলেন, ‘৯ মাসে ৮৩ কোটি টাকার হিসাব কে দিয়েছে, আমি জানি না। এখন ডাহা মিথ্যা বললে অনেকের জনপ্রিয়তা বাড়ে। তাই জনপ্রিয়তা পেতে অনেকেই মিথ্যাচার করছে।’
শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেত্রকোনা সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রেস সচিব এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, ‘বিদেশে যেভাবে গণমাধ্যমে টকশোর অতিথি নির্বাচন করা হয়—তাদের সত্যবাদিতা ও গ্রহণযোগ্যতা দেখে—বাংলাদেশে চলছে তার উল্টো চিত্র। যারা ডাহা মিথ্যা কথা বলে, তাদেরই টকশোতে ডাকা হয় টিভি ‘গরম’ করার জন্য। এতে মিডিয়ার জনপ্রিয়তা বাড়ে, কিন্তু জনগণ বিভ্রান্ত হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি, মাইলস্টোন, সেন্টমার্টিন, উপদেষ্টাদের নাগরিকত্ব, মন্ত্রণালয়, এমনকি সেনাবাহিনী নিয়েও কত মিথ্যাচার হয়েছে। এসব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’
মতবিনিময় সভায় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে একটি বেসরকারি টেলিভিশনে এক টকশোতে সাবেক ছাত্রনেতা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর অভিযোগ করেন, নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে আলী রীয়াজ পালালেন কেন? তিনি বলেন, আসিফ নজরুল বলেছেন রাজনৈতিক দলগুলো আপনারা বসে সিদ্ধান্ত নিয়ে এক সপ্তাহের মধ্যে আসেন। মাঠও নাই পুরোহিতও নাই। এতদিন মাঠ ছিল, পুরোহিত ছিল আলী রীয়াজ ড. ইউনূসের পক্ষে।
এরপর থেকেই বিষয়টি নানা আলোচনায় আসে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত বরাদ্দ ও ব্যয়ের হিসাব দেওয়া হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজ নেত্রকোনায় এই মন্তব্য করেন।
