বেলজিয়ামের ভিসা আবেদন এখন ঢাকায়, ১৬ নভেম্বর বুকিং শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৮, ৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৪:১০, ৭ নভেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
ঢাকায় এখন থেকে বেলজিয়ামের ভিসার আবেদন নেওয়া শুরু করবে ভিএফএস গ্লোবাল। ভারতের দিল্লিতে অবস্থিত বেলজিয়াম দূতাবাস জানিয়েছে, আগামী ১৬ নভেম্বর থেকে আবেদনকারীরা অনলাইনে এপয়েন্টমেন্ট বুকিং করতে পারবেন।
আগে এই দায়িত্ব ছিল ঢাকার সুইডেন দূতাবাসের হাতে, কিন্তু সেটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। নতুনভাবে বেলজিয়ামের ভিসা প্রক্রিয়া সম্পূর্ণভাবে পরিচালিত হবে ভিএফএস গ্লোবাল ঢাকার বনানী অফিসে।
অফিসের ঠিকানা:
বোরাক মেহনূর, ৫১/বি, লেভেল ৭, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা।
অফিস সময়সূচি:
রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
দিল্লিস্থ বেলজিয়াম দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন এই ব্যবস্থায় আবেদনকারীদের জন্য সেবা হবে আরও সহজ, দ্রুত ও নিরাপদ। ভিসা আবেদনকারীরা নির্ধারিত সময় অনুযায়ী ভিএফএস অফিসে গিয়ে পাসপোর্ট জমা, বায়োমেট্রিক এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন।
