জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো প্রভাব পড়বে না : তৌহিদ হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৪০, ৬ নভেম্বর ২০২৫
জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠিতে কোনো ফল হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জাতিসংঘে পাঠানো ওই চিঠি দিয়ে কোনো কাজ হবে না।”
এর আগে শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো এক চিঠিতে আওয়ামী লীগ জানিয়েছিল, বাংলাদেশে “অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়” এমন নির্বাচনে জাতিসংঘের কোনো সহযোগিতা থাকা উচিত নয়।
চিঠিটি পাঠান সাবেক শিক্ষামন্ত্রী এবং আওয়ামী লীগের নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেল। এতে বলা হয়, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত জাতিসংঘ এবং ইউএনডিপি যেন বাংলাদেশে নির্বাচন সহায়তা স্থগিত রাখে।
এছাড়া, সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতার আহ্বান জানানো হয়। চিঠিতে আরও দাবি করা হয়, আসন্ন নির্বাচনে ইউএনডিপির সহায়তা “আন্তর্জাতিক আইন, জাতিসংঘের মূলনীতি এবং ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি” তৈরি করতে পারে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেন, জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংস্থা, যার সিদ্ধান্ত দলীয় চিঠিতে প্রভাবিত হয় না। তিনি আরও বলেন, “জাতিসংঘ নিজস্ব মূল্যায়নের ভিত্তিতে কাজ করে, কোনো রাজনৈতিক দলের অনুরোধে নয়।”
অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ সূত্র জানায়, জাতিসংঘ বাংলাদেশের চলমান নির্বাচনী প্রক্রিয়া নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে সংস্থাটি গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে।
বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বেড়েছে। একদিকে অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে নির্বাচনের প্রস্তুতি চলছে, অন্যদিকে আওয়ামী লীগ এবং কিছু বিরোধী রাজনৈতিক দল জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে।
