সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

| ১৮ কার্তিক ১৪৩২

ত্বকী হত্যা মামলার চার্জশিট শিগগিরই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:০১, ১ নভেম্বর ২০২৫ | আপডেট: ২১:৩১, ১ নভেম্বর ২০২৫

ত্বকী হত্যা মামলার চার্জশিট শিগগিরই

তানভীর মুহাম্মদ ত্বকী। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। শিগগিরই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানিয়েছেন র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

শনিবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে এই কর্মকর্তা বলেন, “ত্বকী হত্যা মামলার তদন্ত প্রায় সম্পন্ন। খুব শিগগিরই চার্জশিট আদালতে দাখিল করা হবে।”

এর আগে গত ১ অক্টোবর র্যাব-১১-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার পলাতক আসামি আব্দুল্লাহ আল মামুনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

গত সেপ্টেম্বর মাসে ঢাকাসহ নারায়ণগঞ্জে প্রায় ২২ দিন অভিযান চালিয়ে আজমেরী ওসমানের গাড়িচালক মো. জামশেদসহ ছয়জন সহযোগীকে আটক করে র্যাব। এর মধ্যে আজমেরী ওসমানের সহযোগী কাজল হাওলাদার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

অন্য দুই আসামি শাফায়েত হোসেন (শিপন) ও মামুন মিয়াকে দুই দফায় ৯ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

গাড়িচালক জামশেদকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করলে কারাগারে পাঠানো হয়। আরেক আসামি ইয়ার মোহাম্মদ বর্তমানে কারাগারে রয়েছেন।

২০১৩ সালের ৬ মার্চ বিকেলে নারায়ণগঞ্জ শহরের কালীরবাজারের বাসা থেকে নিখোঁজ হন ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ত্বকী ছিলেন ‘এ’ লেভেল পরীক্ষায় রসায়ন ও পদার্থবিজ্ঞানে বিশ্বের সর্বোচ্চ নম্বর পাওয়া একজন মেধাবী শিক্ষার্থী।

ত্বকীর বাবা রফিউর রাব্বি অভিযোগ করেছেন, “সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশে ত্বকীকে অপহরণ করা হয় এবং শামীমের ভাতিজা আজমেরী ওসমানের টর্চার সেলে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।”

রফিউর রাব্বির দাবি, হত্যার সঙ্গে জড়িত ১১ জনের তথ্য আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে। তবে শামীম ওসমান পরিবারের নাম আসায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মামলার তদন্ত স্থগিত করা হয়েছিল।

ত্বকীর বাবা বলেন, “গত ১২ বছরে সাড়ে ১১ বছর ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন। এখন অন্তর্বর্তী সরকার এই হত্যার বিচার করতে চায়। তবে এই বিচারের জন্য প্রয়োজন একটি নির্ভুল অভিযোগপত্র।”

তিনি দাবি করেন, “নির্দেশদাতা শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, শাহ নিজামসহ যাদের নাম এসেছে—তাদের সবাইকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করতে হবে।"

ত্বকী হত্যাকাণ্ড বাংলাদেশের অন্যতম আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ড। দীর্ঘ ১২ বছরেও বিচার না পাওয়ায় ‘ত্বকী হত্যার বিচার চাই’ আন্দোলন এখনো চলমান। র্যাবের সর্বশেষ আশ্বাসের পর নতুন করে মামলার অগ্রগতির আশা দেখছেন নিহতের পরিবার ও নাগরিক সমাজ।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ফের পাবনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
নির্বাচন শেষে ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা
সংস্কার ছাড়া নির্বাচন নয়: হাসনাত আবদুল্লাহ
গ্ৰাম, শহর, অলিগলি জিতবে এবার শাপলা কলি : সারজিস
বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান: তারেক রহমান
মানামা সংলাপে তুলসী গ্যাবার্ড অন্য দেশের সরকার বদলের নীতি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র
দেশে ভোটার বেড়ে হয়েছে ১২ কোটি ৭৬ লাখ
সমাবেশ ও বিক্ষোভ মিছিল
অন্য দলের প্রতীকে ভোটের বিপক্ষে এনসিপি, জানাল চিঠিতে
‘শাপলা কলি’ নিতে রাজি এনসিপি
পুলিশ আটকে দিল এবতেদায়ী শিক্ষকদের ‘লং মার্চ টু যমুনা’ পদযাত্রা
মালিবাগে ঝিলের জায়গায় থানা ভবন নির্মাণ বন্ধের নির্দেশ হাই কোর্টের
বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম
ড. ইউনূসকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে: নাহিদ ইসলাম
ড. ইউনূসকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে: নাহিদ ইসলাম
দুই পক্ষের সঙ্গে ঐক্যমত: নির্বাচনের পরই বিশ্ব ইজতেমা
দেশীয় ফ‍্যাশনেবল হ্যান্ডব্যাগেই ভাইরাল প্রধানমন্ত্রী..!
আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে ছেলে গ্রেফতার
সনদ বাস্তবায়নে আবারও আরপিওতে পরিবর্তন আসছে
গাইবান্ধায় চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা